ইতিহাস তৈরির জন্য আরও দু'বছরের মতো অপেক্ষা করতে হবে। আর দুর্গাপুজোর সপ্তমীতে সেই ইতিহাস তৈরির লক্ষ্যে একটা পদক্ষেপ করতে চলেছে ভারতꦅীয় মহাকাশ সংস্থা ইসরো। গগনযান মিশনের মাধ্যমে প্রথমবার নিজেদের মহাকাশযানে চাপিয়ে নভোশ্চরদের মহাকাশে পাঠানোর যে স্বপ্ন দেখছে ভারত, সেটা পূরণের জন্য সপ্তমীতে পরীক্ষা চꦛালানো হবে। সেজন্য শুক্রবার সন্ধ্যা থেকে কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে।
ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, শনিবার যে 'টেস্ট ভেহিকেল অ্যাবর্ট মিশন-১' বা TV-D1 যানের উৎক্ষেপণ করা হবে, তা আদতে একটি রকেট হবে। তাতে থাকবে 'ক্রিউ মডিউল' এবং 'ক্রিউ এসকেপ মডিউল'। যা ম𓃲হাকাশচারীদের নিয়ে যাওয়া এবং আসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হবে। ২০২৫ সালে যখন গগনযান মিশন হবে, তখন নভোশ্চরদের পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে 'ক্রিউ মডিউল' এবং ‘ক্র🧔িউ এসকেপ মডিউল’ কতটা সুরক্ষিত থাকবে, তা যাচাই করে দেখবে ইসরো।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার মতো উপরে উঠবে 'টেস্ট ভেহিকেল অ্যাবর্ট মিশন-১' বা TV-D1 যান। ওই উচ্চতায় পৌঁছে ক্রিউ মডিউল এবং ক্রিউ এসকেপ মডিউল আলাদা হয়ে যাবে। একাধিক প্যারাশ্যুট খুলে যাবে। তারপর ক্রমশ নীচের দিকে ন✅েমে আসবে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবতরণ করবে। যা উদ্ধার করে নিয়ে আসবে ভারতীয় নৌবাহিনী।
কবে গগনযান মিশনের TV-D1 যানের উৎক্ষেপণ করা হবে?
শনিবার (২১ অক্টোবর) গগনযান মিশনের প্রথম 'টেস্ট ভেহিকেল অ্যাবর্ট মিশন-১' উৎক্ষেপণ করা হবে। অর্থাৎ দুর্গাপুজোর সপ্তমীতে ‘বোধন’ হ♍বেন ভারতের স্বপ্নের মিশনের। এটাই হল গগনযান মিশনের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ।
কোথা থেকে গগনযান মিশনের TV-D1 যানের উৎক্ষেপণ করা হবে?
ইসরোর তরফে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। প্রথম ল🔥ঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হবে বলে ভারতীয় মহাকাশ সংস্থার ত🦩রফে জানানো হয়েছে।
গগনযান মিশনের TV-D1 যানের উৎক্ষেপণ কখন হবে?
ভারতীয় মহাকাশ সংস্থার তরফে 🌠জা🥂নানো হয়েছে, শনিবার সকাল ৮ টায় গগনযান মিশনের TV-D1 যানের উৎক্ষেপণ করা হবে। সেজন্য শুক্রবার সন্ধ্যা থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।
কখন এবং কোথায় গগনযান মিশনের TV-D1 যানের উৎক্ষেপণ লাইভ সম্প্রচার দেখবেন?
শন𝓡িবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে। তা ইসরোর ফেসবুক পেজ, ইউটিউব পেজ এবং ডিডি ন্যাশনাল টিভিতে লাইভ সম্প্রচার করা হবে বলে ইসরোর তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে গগনযান মিশনের TV-D1 যানের উৎক্ষেপণ দেখতে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় চোখ রাখুন।
১) ইসরোর ফেসবুক পেজের লিঙ্ক:
২) ইসরোর ইউটিউব পেজের লিঙ্ক: