ড্রোন ব্যবসায় বিনিয়োগ গৌতম আদানির। তাঁর এই বিনিয়োগই বলে দেয় যে, তিনি বাকি সবার থেকে ১💟০ বছর এগিয়ে থাকেন।
কোন সংস্থায় বিনিয়োগ?
সম্প্রতি ড্রোন স্টার্টআপ 'জেনারেল অ্যারোনটিক্সে'র ৫০% অং🃏শীদারিত্ব কেনার চু⭕ক্তি꧋ করেছেন গৌতম আদানি। অধিগ্রহণ করবে তাঁর সংস্থা 'আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস'।
২০২১ সালের জুলাইয়ে নতুন ড্রোন নীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শুধু বিয়েবাড়ির ছবি তোলা নয়। প্রতিরক্ষা, কৃষি, শিল্প, বিজ্ঞান ইত্যাদি সবক্ষেত্রেই ড্রোনের উপযোগিতা রয়েছে। সেটা কাজে লাগাতেই ড্রোন নীতির উদারীকরণ করছে কেন্দ্র। আর সময় বুঝেই সেখানে প্রবেশ💞 গৌতম আদানির।
ড্ꦯরোন ব্যবসায় আদানির প্রবেশে ফলে যে একটা নতুন জোয়ার আসবে, তা বলাই বাহুল্য। ভারতের ড্রোনের বাজার এখনও অঙ্কুর স্তরেই রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, এই সময়ে ড্রোনের স্টকগুলিতে নজর রাখা যেতে পারে।
ইতিমধ্যেই কিছু ড্রোন নির্মাতা সংস্থা বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে। রইল এমনই ৩টি সংস্থার উদাহরণ:
Zen Tech : এই মাল্🍒টিব্যাগার স্টকটি গত তিন সেশনে আপার সার্কিট পেয়েছে। শেয়ারের দাম ৭০ টাকা থ𝐆েকে বেড়ে ১৯৩ টাকা হয়েছে। অর্থাৎ কোম্পানির শেয়ারে প্রায় ১৭৫% বৃদ্ধি দেখা গিয়েছে।
Ratan India Enterprises: গত এক বছরে এই শেয়ারের দাম ১৮ টাকা থেকে বেড়ে ৫৩ টাকার স্তরে পৌঁছেছে। এই সময়ের মধ্য♕ে স্টকটি ২০০% রিটার্ন দিয়েছে। গত এক সপ্তাহে শেয়ারের দাম ৩৫% বেড়েছে।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL): গত এক বছরে এই ড্রোন নির্মাতা বিনিয়োগকা𝔍রীদের দারুণ রিটার্ন দিয়েছে। গত এক বছরে সংস্থার শেয়ারের দাম ১৪৭ টাকা থেকে বেড়ে ২৪১ টাকা হয়েছে। এই সময়পর্বে সংস্থার শেয়ার ৬৫% বেড়েছে।
শেয়ার বাজার সংক্রান্ত সকল পরামর্শ স্বাধীন বিশেষজ্ঞদের। সম্পাদকের নয়।