ড্রোন বꦑ্যবসায় বিনিয়োগ গৌতম আদানির। তাঁর এই বিনিয়োগই বলে দেয় যে, তিনি বাকি সব𒉰ার থেকে ১০ বছর এগিয়ে থাকেন।
কোন সংস্থায় বিনিয়োগ?
সম্প্রতি ড্রোন স্টার্টআপ 'জেনারেল অ্যারোন🥀টিক্সে'র ৫০% অংশীদা🐲রিত্ব কেনার চুক্তি করেছেন গৌতম আদানꦰি। অধিগ্ܫরহণ করবে তাঁর সংস্থা 'আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস'।
২০২১ সালের জুলাইয়ে নতুন ড্রোন নীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শুধু বিয়েবাড়ির ছবি তোলা নয়। প্রতিরক্ষা, কৃষি, শিল্প, বিজ্ঞান ইত্যাদি সবক্ষেত্রেই ড্রোনের উপযোগিতা রয়েছে। সেটা কাজে লাগাতেই ড্রোন নীতির উদারীকরণ করছে কেন্দ্র। আর সময় বুঝেই সেখানে প্রবেশ গৌতম আদানꦕির।
ড্রোন ব্যবসায় আদানির প্রবেশে ফলে যে একটা নতুন জোয়ার আসবꦉে, তা বলাই বাহুল্য। ভারতের ড্রোনের বাজার এখনও অঙ্কুর স্তরেই রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, এই সময়ে ড্রোনের স্টকগুলিতে নজর রাখা যেতে পারে।
ইতিমধ্যেই কিছু ড্রোন নির্মাতা সংস্থা বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে। রইল এমনই ৩টি সংস্থার উদাহরণ:
Zen Tech : এই মাল্টিব্যাগার স্টকটি গত তিন সেশনে আপার সার্কিট পেয়েছে। শেয়ারের দাম ৭০ টাকা থেকে ꧒বেড়ে ১৯৩ টাকা হয়েছে। অর্থাৎ কোম্পানির শেয়ারে প্রায় ১৭৫% বৃদ্ধি দেখা গিয়েছে।