বৃহস্পতিবার ভারতীয় বাজারে আরও কমল সোনার দাম। ১০ গ্🍬রাম সোনার দাম নেমে গিয়েছে ৫১,০০০ টাকার নীচে। রুপো তো 🧸বড়সড় সাক্ষী থেকেছে। এক কিলোগ্রাম রুপোর দাম ১,০০০ টাকা কমে ৬৩,০০০ টাকার ঘরে পৌঁছে গিয়েছে।
লক্ষ্মীবারে ভারতে ১০ গ্রাম সোনার দাম ০.৫৯ শতাংশ বা ৩০৪ টাকা কমে দাঁড়িয়েছে ৫০,৮৯৫ টাকা। যে পতনটা শুরু হয়েছিল বুধবারই। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে হলুদ ধাতুর দর ৫১,০৮৬ টাকায় নেমে গিয়েছিল। সেখান থেকে বাজার বন্ধের সময় ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছিল ৫১,২০০ টাকার কাছে। একইভাবে বুধবার কমেছিল রুপোর দাম।ౠ বাজার বন্ধের সময় এক কিলোগ্রাম রুপোর দাম ৬৪,৮০০ টাকার বেশি ছিল। সেখান থেকে বৃহস্পতিবার বড়সড় পতনের মুখে পড়েছে রুপো। এক কিলোগ্রাম রুপোর দাম আবার ১.৫৬ শতাংশ বা ১,০🐟১০ টাকা কমে ৬৩,৬৭০ টাকায় ঠেকেছে।
ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ🐭 দেখুন এখানে
বৃহস্পতিবার কলকাতার খুচরো বাজারে সোনা এবং রুপোর দাম কত পড়ছে (জিএসটি ছাড়া)?
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫২,৩৫♉০ টাকা (৫২,৫০০ টাকা)।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ ♚গ্রাম) – ৪৯,৬৫০ টাকা (৪৯,♑৮০০ টাকা)।