বৃহস্পতিবার ভারতীয় বাজারে একধাক্কায় অনেকটা কমল সোনা এবং রুপোর দাম। বিয়ের মরশুমের মধ্যে লক্ষ্মীবারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮,৩৪০ টাকা। অন্যদিকে, এক কিলোগ্রাম রুপোর দর একধাক্কায় ১.৪ শতাংশ কমে ৬৩,১৬৭ টাকায় ঠেকেছে।বিশ্ব বাজারেও বৃহস্পতিবার পড়েছে সোনার দাম। এক আউন্স সোনার দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮১৫.৪১ ডলার। বুধবার অবশ্য বিশ্ব বাজারে একলাফে কমেছিল সোনার দাম। ১.৫ শতাংশ পতনের সাক্ষী ছিল। যা দু'মাসে সর্বোচ্চ ছিল। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে কমেছে রুপো এবং হিরের দাম। এক আউন্স রুপোর দাম ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩.৩ ডলার। হিরের দাম ১,২০১ ডলারে ঠেকেছে।বিশেষজ্ঞদের বক্তব্য, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের তরফে সম্প্রতি সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, ‘শ্রম বাজারে বিপদের মুখে না ফেলেই সুদের হার বৃদ্ধির বেশ কিছুটা সুযোগ আছে।’ সেই ইঙ্গিতের পরেই অন্যান্য গুরুত্বপূর্ণ মুদ্রার নিরিখে উত্থানের সাক্ষী থেকেছে মার্কিন ডলার। যা কয়েক সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। সঙ্গে ইউক্রেনে যে উত্তেজনা তৈরি হয়েছে, তাও প্রভাব ফেলেছে বিশ্ব বাজারে। কোটাক সিকিউরিটিজের কমোডিটি রিসার্চের প্রধান রবীন্দ্র রাও জানান, ফেডেরাল রিজার্ভের জেরে সোনার দাম কমলেও এক আউন্স হলুদ ধাতুর দর ১,৮০০ ডলারের নীচে নেমে যাওয়ার সম্ভাবনা তেমন নেই।