তিনি গোপাল দলপতি। তিনি আবার আরমান গাঙ্গুলি। তিনি প্রাক্তন শিক্ষক। তিনি হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের প্রাক্তন স্বামী। ꦯএবার নিয়োগ দুর্নীতি নিয়ে ফের মুখ খুললেন গোপাল দলপতি। রাজধানী দিল্লিতে একাধিকবার দেখা গিয়েছে তাঁকে। মঙ্গলবার দিল্লিতে একটি মন্দিরে পুজো দেন তিনি। দুর্নীতিমুক্ত বাংলা গড়তে তিনি প্রার্থনাও করেন। তার সঙ্গেই তিনি দিলেন নয়া নামের ইঙ্গ♒িত।
এদিকে এদিন তিনি সংবা⛎দমাধ্যমের সামনে জানিয়েছেন, এরপর যে নাম সামনে আসবে, সবাই তা সময়মতো দেখতে পাবে। সেই নাম সামনে এলেই বিস্ফোরণ হবে। কী সেই নাম? দলপতির উত্তর, নাম তো নামই। দুর্নীতিতে নামের আবার ছোট বড় কী আছে। নাম তো 🦩নামই।
এদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ সম্প্রতি হৈমন্তী গাঙ্গুলির নাম সামনে এনেছিলেন। এমনকী তার সঙ্গে গোপাল দলপতির কী সম্পর্ক সেটাও জানিয়েছিলেন তিনি। এদিকে গোপাল দলপতির দাবি, হৈমন্তী বর্তমানে অসুস্থ। এর সঙ্গেই তিনি জানিয়েছিলেন দুর্নীতির দূর দূর দিয়েও তার সম্পর্ক নেই। সে এর কিছুই জানেনা। পাশাপাশি তিনি জানিয়েছিলেন হৈমন্তী যাতে মিডিয়ার সামনে এসে সব জানান তারও আবেদন তিনি জানিয়েছেন। কার্যত হৈমন্তীকে আড়াল করতে সবরকম রাস্তাই 🅷ধরেছেন দলপতি। এমꦆনটাই মনে করা হচ্ছে।
এদিকে সূত্রের খবর কুন্তলের কাছ থেকে একাধিকবার মোটা অঙ্কে😼র টাকা গিয়েছে দলপতির কাছে। সেই টাকা কেন তাকে দেওয়া হত সেই প্রশ্নও উঠছে।
অন্যদিকে এবার নিয়োগ দুর্নীতিতে নতুন নামের ইঙ্গিত দিচ্ছেন গﷺোপাল দলপতি। কে তিনি তা নিয়েও চর্চা তুঙ্গে। ত𒁏ার সঙ্গেই প্রশ্ন উঠছে তবে কি একের পর এক নাম বলে তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনেকের মতে, এর আগে একই ভাবে একাধিক জনের নাম সামনে আনছিলেন তাপস মণ্ডল। তিনিই কুন্তল ঘোষের নাম সামনে এনেছিলেন। কিন্তু পরে সেই তাপস মণ্ডলকেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এবার🤡 গোপাল দলপতি নতুন নামের ইঙ্গিত দিচ্ছেন। এমনকী তিনি এর আগে দাবি করেছিলেন শুধু কুন্তল নন, এমন হাজার হাজার কুন্তল রয়েছে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত কার নাম সামনে আসে সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন বঙ্গবাসী। কিন্তু কে তিনি? সেটাই বড় প্রশ্ন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7meꩲ4aup