করোনা ত꧋্রাসে তটস্থ গোটা বিশ্ব। এরই মধꦓ্যে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অভিনব সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার।
সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, বিভিন্ন পুর সংস্থার সব ওয়ার্ড গুলিতে, 🔥জেলা সদর ও মহকুমা সদরে সপ্তাহে একদিন মান♛ুষকে বিনামূল্যে ভিটামিন সি সমৃদ্ধ লেবু ও আনারস খাওয়ানো হবে।
রাজ্য মন্ত্রিসভার বৈ🌞ঠকে সিদ্ধান্ত হয়েছে গোটা জুলাই মাস জুড়ে এই কর্মসূচি রূপায়ণ করবে নগরোন্নয়ান ও গ্রামোন্নয়ন দফতর। এই প্রকল্পে সরকারের খরচ হবে ১ কোটি টাকা। সরকারি এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘প্রোগ্রাম ফর বুস্টিং পাবলিক ইমিউনিটি ইন দ্য আরবান এরিয়াজ ইন কোভিড ১৯’।
শিক্ষামন্ত্রী জানান, লেবু, আনারস খাওয়ার ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে, তেমনই কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল বিক্রির সুযোগ পাবেন। সেই 🉐সঙ্গে স্ব- সহয়াক দলগুলিও কাজ পাবে। তাদের মাধ্যমে ঠেলাগাড়িতে বা স্টলে♍ প্রতি ওয়ার্ডে ফল বিতরণ করা হবে।
এই ব্যবস্থায় স্ব-সহায়ক দলগুলি তাদের রিভলভিং ফান্ড থেকে অর্থ নিয়ে কৃষকের থেকে ফল কিন🎐বে। রাজ্য সরকার এক সপ্তাহের মধ্যেই সেই টাকা মিটিয়ে দেবে। প্রতি সপ্তাহে আনুমানিক ৩ লক্ꦦষ আনারস ও ৬ লক্ষ লেবু কৃষকদের কাছ থেকে কেনা হবে।
উল্লেখ্য,🎀 এখনও পর্যন্ত করোনার টিকা না তৈরি হলেও করোনাকে দূরে সরিয়ে রাখতে অনেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগাভ্যাসেও মনোনিবেশ করছেন। দৈনন্দিন খাবারে প্রোটিন, ফলমূল, শাকসবজি রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।