চলছে লাগাতার সতর্কতামূলক প্রচা♔র। তা সত্ত্বেও কমছে না অনলাইন প্রতারণার সংখ্যা। আরও একবার জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করল কেন্দ্র সরকার। দেওয়া হল ব্যাঙ্কিং স্ক্যামারদের থেকে সাবধানে থাকার পরামর্শ।
এমনই এক প্রতা⛎রণার ফাঁদের উদাহরণও দেওয়া হয়েছে। সেই মেসেজে বলা হয়েছে, 'প্রিয় গ্রাহক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্রুতই স্থগিত হয়ে যাবে। অনুগ্রহ🎉 করে কেওয়াইসি যাচাই করবার জন্য এই লিঙ্কে ক্লিক করুন।'
এই জাতীয় লিঙ্কে কখনই ক্লিক করবেন না। এর মাধ্যমে ফোনের সাইবার নিরাপত্তা বিঘ্🤡নিত হতে পারে। এমন মেসেজ𒁏 এলে আপনার ব্যাঙ্কে গিয়েই সরাসরি ভেরিফাই করুন।
কী করবেন
১. নিয়মিত পাসওয়ার্ড বদল করুন।
২. ব্রাউজিং হিস্টরি ডিলিট করুন।
৩. শুধুমা🍬ত্র সুপরিচিত ব্যাঙ্কিং꧂, টাকা লেনদেনের অ্যাপই ব্যবহার করুন।
কী করবেন না
১. ক💝াউকে ব্যাঙ্🐟কিং ডিটেইলস জানাবেন না। তিনি নিজেকে ব্যাঙ্ককর্মী বলে পরিচয় দিলেও নয়। ব্যাঙ্ককর্মীরা ফোনে বা মেসেজে এই তথ্যাদি চান না। সরাসরি ব্যাঙ্কেই আসতে বলেন।
২. অচেনা, অজানা ওয়েবসাইট খুলবেন না।
৩. ফোনে ব্যাঙ্কিং ডিটেইলﷺস লি꧟খে বা ছবি তুলে রেখে দেবেন না।
৪. কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না।
৫. অজানা, অনামী কোনও অ্যাপ কেউ বললেও ডাউনলোড ক🍌রবেন না।