বড় পুঁজিপতিদের হাত থেকে ছোট ব্যবসায়ীদের রক্ষা করতে এবার উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। মূলত e commerce-এর মাধ্যমে বড় প্রতিষ্ঠানগুলির বাজারের বড় অংশ দ𝔉খল করে নিচ্ছে। আর তার জেরে ছোট ব্যবসায়ীদের একেবারে নাভিশ্বাস ওঠার অবস্থা। এবার সেই 'Kirana 💖stores' এর পাশে দাঁড়াচ্ছে সরকার। এনিয়ে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল আশ্বাস দিয়েছেন।
মূলত GeM Portal, ডিজিটাল কমার্সের খোলা বাজারের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের সহায়তা করতে চাইছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রী বলেন, ই- কমার্স মডেলের মাধ্যমে দেশে ভাড়া নেওয়া ছোট ব্যাবসা ও বড় প্রতিষ্ঠান উভয়ই বাঁচুক। এটাই আমরা চাইছি। একাধিক উন্নয়নশীল দেশ🌺ে দেখা গিয়েছে বড় প্রতিষ্ঠানের জেরে ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে গিয়েছে। এটা ভারতে হোক এটা আমরা চ🐼াই না।
মন্ত্রী বলেন, আমরা চাইছি ওই ছোট দোকানগুলোও প্রযুক্তির সহায়তায় তারা গ্রাহক পরিষেবা দিক। আমরা চাইছি ডিজি𒐪টাল ভারতের সুযোগ তারাও পান। আমরা চাই তাঁদের তথ্যও যেন সুরক্ষিত থাকে। ক্রেতাদের তথ্য🌌 যেন সুরক্ষিত থাকে।
কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে সরকারে ই- মার্কেটপ্লেসকে আরও সম্প্রসারিত করা হবে। আমুল, ইফকোর মতো ক্রেতারাও যাতে এই পোর্টাল থেকে কেনাকাটা করে সেটাও দেখা হচ্ছে। এর মাধ্যমে বেসরকারি ই- কমার্স প্লাটফর্ম আমাজন ও ফ্🍒লিপকার্টের সঙ্গেও প্রতিযোগিতা করা সম্ভব হবে।