ফিনানসিয়াল অ্য়াকশন টাস্ক ফোর্স শুক্রবার সন্ত্রাসবাদকে আর্থিক মদত সংক্রান্ত ꦇধূসর তালিকা থেকে পাকিস্তানকে সরিয়ে দিল। এফএটিএফের দাবি আর্থিক প্রতারণা রুখতে ও সন্ত্রাসবাদকে রুখতে আর্থিক সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে পাকিস্তান একাধিক পদক্ষেপ নিয়েছে। তবে ২০১৮ সালের জুন মাস থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত অ্যাকশন প্ল্যান পালনের ক্ষেত্রে নানা ঘাটতি ছিল পাকিস্🍸তানের মধ্য়ে। তবে পরবর্তী সময়ে পাকিস্তান ডেডলাইন মেটাতে প্রয়োজনীয় উদ্যোগ নেয় বলে দাবি করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক নজরদারি সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পাকিস্তান আর এফএটিএফের নজরদারির আওতায় থাকবে না। AML/CFT সংক্রান্ত যে সিস্টেম রয়েছে সেটাকে আরও শক্তপোক্ত করতে কাজ করবে পাকিস্তান। এমনটাই জানিয়েছে FATF।
এদিকে জঙ্গিবাদকে আর্থিকভাবে মদত দেয় পাকিস্তান। এমনটাই ﷽অভিযোগ ওঠে বারবার। তার জেরেই এফএটিএফের ধূসর তালিকায় ঠাঁই পেয়েছিল পাকিস্তান। দীর্ঘ চারবছর ধরে পাকিস্তান এই তালিকায় ছিল। ওয়াকিবহাল মহলের মতে, এই ধূসর তালিকা থেকে বের হওয়ার জন্য নানা চেষ্টা করা হচ্ছে বলে বার বারই দাবি করা হয়েছিল। কিন্তু একাধিকবারই পাকিস্তান এনিয়ে ব্যর্থ হয়। তবে অবশেষে এই ধূসর তালিকা থেকে বের হতে পারল পাকিস্তান।