ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ার স্বপ্ন থাকে অনেকের মধ্যেই। কিন্তু সবারই যে সেই স্বপ্🙈ন পূরণ হয় এমনটা নয়। লাখ লাখ ছাত্র ছাত্রী প্রতি বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন। তাঁদের চোখে স্বপ্ন থাকে আইআইটিতে ভর্তি হওয়ার।
তবে এবার সংরক্ষিত পর্যায়ে থাকা ছাত্রছাত্রীদের ভর্তির ব🐭িষয়টি যাতে আরও সহজতর হয় সেকারণে গোটা দেশ জুড়ে যে আইআইটি রয়েছে সেখানে ফি-তে নানা ধরনের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। সেই সঙ্গে একাধিক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
এর মূল লক্ষ্যটি হল যাতে যোগ্য সকলেই উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগটা পান। পিটিআইয়ের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি জানিয়েছেন, JEE-ভিত্তিক পরীক্ষায় একেবারে আবেদন করার সময় থেকেই ফি-এর ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষার ফি-এর ক্ষেত্রে এসসি, এসটি, PwD( বিশেষভাবে সক্ষম) তাদের অর্ধেক ফি দিতে হবে। ভর্তির সুযোদ যাতꦰে আরও বৃদ্ধি করা যায় সেকারণে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি পরীক্ষার্থীদের জন্য় বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।
চলতি বছরে মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি JEE-অ্যাডভান্সড পরীক্ষার আয়োজন করেছিল। তাতে দেখা গিয়েছিল ꧙অন্তত ১.৮ লাখ পরীক্ষার্থী এতে অংশ নিয়েছিলেন। তবে তার মধ্য়ে মাত্র ২০,০০০-২৫,০০০ পড়ুয়া আইআইটিতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। তবে এবার মূলত সংরক্ষিত পর্যায়ে থাকা ছাত্রছাত্রীরা যাতে আরও বেশি করে ভর্তি হতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে।
সেই সঙ্গেই সংরক্ষিত পর্যায়ে থাকা যে ছাত্রছাত্রীরা কাট অফ মার্কেসের কিছুটা কম পেয়েছেন তাদের জন্য স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। সেই কোর্সের পরে তারা সরাসরি আইআইটিতে ভর্তি হতে পারবেন। জি( অ্য়াডভান্সড) টিম দেশ জুড়ে সিটিজেন সার্ভিস সে🎃ন্টার তৈরি করছে। মূলত গ্রামীণ এলাকা থেকেও যাতে প্রার্থীরা সুযোগ পান তার ব্যবস্থা করা হবে।
সেই সঙ্গেই কামাকোটি পিটিআইকে জানিয়েছেন, বহুভাষী কলসেন্টারের ব্যবস্থা করা হচ্ছে। তার মাধ্যমে আইআইটি সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেওয়া হবে।
এদিকে সংরক্ষিত পর্যায়ে থাকা ছাত্রছাত্রীদের কেবলমাত্র ৫০ শতাংশ ফি দিতে হবে। এসসি-এসটি, পি ডব্লিউডি ছাত্রছাত🔯্রীদের জন্য এই বিশেষ ছাড়টি প্রযোজ্য। মূলত অর্থের অভাবে অনেকের স্বপ্নপূরণ হয় না। সেকারণেই এই নয়া উদ্যোগ। যে উদ্যোগের মাধ্য়মে বহু ছাত্রছাত্রীদের উপকার হবে। আইআইটিতে পড়ার সুযোগও পাবেন তাঁরা।