রাশিয়ার সঙ্গে ভারতীয় মুদ্রায় বাণিজ্যের অনুমোদন পেল কানাড়া এবং এইচডিএফসি ব্যাঙ্ক। সেজন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে দুটি ব্যাঙ্ককে বিশেষ 'ভস্ত্রো অ্যাকাউন্ট' খোলার অনুমতিও দেওয়া হয়েছে। একটি সংবাꦓদমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে জানাল সংবাদඣসংস্থা রয়টার্স।
ভারতীয় মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্যের জন্য চলতি বছর জুলাইয়ে একটি নয়া ব্যবস্থা চালু করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই। তার ফলে আরও সহজ হবে আমদানি এবং রফতানি প্রক্রিয়া। অর্থাৎ সহজেই ভারত থেকে রফতানি করা যাবে। প্রশস্ত হবে আমদানির পথও। সংশ্লিষ্ট মহলের মতে, ইউক্রেনে সামরিক অভি🌠যানের প্রেক্ষিতে রাশিয়ার উপর💃 পশ্চিমী দেশগুলি কঠোর বিধিনিষেধ চাপানোর আশঙ্কায় বাণিজ্যের বিকল্প পথ হিসেবে সেই পথে হেঁটেছে ভারত।
সেই রেশ ধরেই চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল জানিয়েছিলেন, রাশিয়ার স🃏ঙ্গে যাতে ভারতীয় মুদ্রায় বাণিজ্য করতে পারে, সেজন্য 'ভস্ত্রো অ্যাকাউন্ট' (Vostro Account🦹) খোলার অনুমতি পেয়েছে ন'টি ব্যাঙ্ক। ইউকো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছে রাশিয়ার সংস্থা গ্যাজপ্রোম। অন্যদিকে ভারতের শাখা অফিসে অ্যাকাউন্ট খুলেছে VTB এবং SberBank ব্যাঙ্ক।
বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, এবার ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক এবং বেসরকারি ব্যাঙ্ক এইচডি꧋এফসি ব্যাঙ্ক ভারতীয় মুদ্রায় বাণিজ্যের জন্য বিশেষ 'ভস্ত্রো অ্যাকাউন্ট' খোলার অনুমোদন পেয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে দুই ব্যাঙ্কের তরফে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে প্রাথমিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুন: HTLS 2022: RBI হস্তক্ষেপ না করলে টাকার ছন্দপতন হবে, ব্যাখ্যা RBI-র গভর্𒐪নরের
উল্লেখ্য, একটি ব্যাঙ্কের (যা সাধারণত বিদেশি কোনও ব্যাঙ্ক হয়) হয়ে অপর একটি ব൲্যাঙ্ক ভস্ত্রো অ্যাকাউন্ট খুলে রাখতে পারে। যা ‘করেসপন্ডেট ব্যাঙ্কিং’-এর (অর্থাৎ একটি আর্থিক প্রতিষ্ঠানের হয়ে অপর একটি আর্থিক প্রতিষ্ঠান পরিষেবা প্রদানের বিষয়টি করেসপন্ডেট ব্যাঙ্কিং হিসেবে পরিচিত) গুরুত্বপূর্ণ অংশ হয়।