সমস্ত মেয়াদে ঋণের হার (MCLR, প্রান্তিক ব💞্যয়ের ফান্ড ভিত্তিক) ৫-১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করল HDFC ব্যাঙ্ক। ৮ অগস্ট ২০২২ থেকে এটি কার্যকর হবে।
MCLR হার বৃদ্ধির অর্থ হল, নতুন এবং বিদ্যমান ঋণগ্রহীতাদের ক্ষেত্রে ঋণের সুদ বৃদ্ধি। এর মধ্যে গৃহঋণ, যানবাহন📖 ঋণ এবং MCLR সম্পর্কিত অন্য যে কোনো ঋণ অন্তর্ভুক্ত।
সংশোধিত হারের অধীনে, HDFC ব্যাঙ্কের এক বছরের MCLR বেড়ে ৮.১% হয়েছে। এক রাতের MCLR বেড়ে ৭.৮% হয়েছে। ব্যাঙ্কের ওয়েবসাইটে এমনটাই জানানো হয়েছে। এক বছরের MCLR-কে ব্যাঙ্কিংয়ের জগতে, খুচরো ঋণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনেꦰ করা হয়। কারণ কোনও ব্যাঙ্কের দীর্ঘমেয়াদী ঋণ, যেমন হোম লোন হারের সঙ্গে জড়িত।
এক মাস, তিন মাস এবং ছয়🐷 মাসের মেয়াদে, MCLR যথাক্রমে ৭.৮০%, ৭.৮৫% এবং ৭.৯৫% হারে প্রযোজ্য হবে।
গত ꦕসপ্তাহে RBI-এর মনিটারি পলিসি কমিটির (MPC) বৈঠক হয়। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪% করে রিজার্ভ ব্যাঙ্ক। তার পরেই এই হার বৃদ্ধি।
চলতি মাসের শুরুর দিকে আইসিআইসিআই ব্যাঙ্কও সমস্ত মেয়াদে তাদের ঋণের হার বাড়িয়েছে। ইন্ডিয়ান ব্যা൩ঙ্ক💝ও ৩ অগস্ট থেকে তাদের MCLR হারে সংশোধন করেছে।
রবিবার, কানারা ব্যাঙ্ক﷽ তার ঋণের হার ৫০ বেসিস পয়েন্ট (bps) বৃদ্ধির ঘোষণা করে।
দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও 💞১৫ জুলাই, ২০২২ থেকে কার্যকর ঋণের উপর 𒉰MCLR ১০ বেসিস পয়েন্ট বা ০.১০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।