অবশেষে বাংলাদেশে ফিরল থ্রি'জি ও ফোর'জ✤ি পরিষেবা। ১২ ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়েছিল। তাতে হাঁফ ছেড়ে বেঁচেছেন সাধারণ মানুষ।
শুক্রবার bdnews24-এর তরফে জানানো হয়, দেশের বিভি🅠ন্ন স্থানে 3G এবং 4G ইন্টারনেট সংযোগ নেই। কোনওক্রমে করে 2G পরিষেবা চলছে।
কুমিল্লা-সহ বেশ কয়েকটি জেলায় দুর্গাপুজোর মণ্ডপ ও মন্দিরে হামলার প্রেক্ষিতে বুধবার থেকে ছয় জেলায় হাইস্পিড ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। এক মন্দিরে কোরানকে অসম্মান করা হয়েছে বলে সোশ্যাল 🅺মিডিয়ায় এক উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে কুমিল্লায় সাম্প্রদায়িক হিংসা দেখা দেয়। আক্রমণ করা হয় দুর্গাপুজোর মণ্ডপ ও মন্দিরে। চলে ভাঙচুর, মারধর। চাঁদ🌳পুর, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ এবং মৌলভীবাজারে মণ্ডপ, প্রতিমা ভাঙচুর করা হয়। সংঘর্ষের ফলে বেশ কয়েকজনের মৃত্যুও হয়।
bdnews24-এর প্রতিবেদন অনুযায়ী, এরপরেই দেশব্যাপী বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেয় প্রশাসন। বাংলাদেশের এক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সংস্থার কর্তা জানিয়েছেন, 'বিজয়া দশমীতে কর্তৃপক্ষের নির্দেশ মেনে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।' তিনি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের(BTRC) নির্দেশে থ্রিজি ও ফোরজি ডেটা ভোর ৫ টায় বন🌠্ধ করে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক টেলিকম কর্মকর্তাকে উদ্ধৃত করে bdnews24 বলেছে, 'বিটিআরসি পরবর্তী 𝔉নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখতে বলেছে।' বিটিআরসির কর্মকর্তারা অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। টেলিকম মন্ত্রী মোস্তাফা জব্বারও এ 𒁃বিষয়ে প্রশ্ন এড়িয়ে যান।তবে মোস্তাফা জব্বার বলেন, এটি 'প্রযুক্তিগত ত্রুটি'। শুধু শুধু বিভ্রান্তির হচ্ছে। 'আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে,' আশ্বাস দেন তিনি।