কারা হিন্দু? এনিয়ে নানা মতামত উঠে এসেছে নানা সময়। তবে এবার ক্রেতা সুরক্ষা, খাদ্য দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এক বিশেষ দাবি করলেন। তাঁর মতে, হিন্দু হল একটি ভৌগলিক পরিচিতি। আর একটু খোলসা করে বললে বলা যায় তিনি বলেছেন, ‘হিমালয় ও ভারত মহাসাগরের মধ্যবর্তী ভূমিতে যাঁরাই বসবাস করেন তাঁরাই হিন্দু।’ হায়দরাব😼াদে ভারত নীতি অর্গানাইজেশন আয়োজিত ডিজিটাল হিন্দু কনক্লেভে অংশ নিয়ে তিনি একথা জানিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘বহু বিদেশী স্কলার একটা বিষয়ে এক💞মত যে ভারত জ্ঞান♛ের ভাণ্ডার। আর আমাদের তা নিয়ে গর্বিত হওয়া দরকার। আমি বলি হিন্দুত্ব একটি জীবনচর্চার নাম। একে কোনও সীমান্ত দিয়ে ঘিরে রাখা উচিত নয়। হিন্দু একটি ভৌগলিক পরিচিতি। হিমালয় ও ভারℱত মহাসাগরের মধ্যবর্তী এলাকায় যাঁরাই বাস করেন সকলেই ꦐহিন্দু।’
আয়োজকদের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য সম্বলিত একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখꦕানে উল্লেখ করা হয়েছে, ভারতে একটি প্রাণোচ্ছল গণতন্ত্র রয়েছে। এটিকে গোটা পৃথিবী মান্যতা দিয়েছে। আমরা দেশকে মা বলে মনে করি। সেকারণে আমরা দেশকে ভা𓃲রত মাতা বলে ডাকি। এই ভাবনাই আমাদের সঙ্গে অন্যদের ফারাক।
নদী সংরক্ষণে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ 𝐆প্রসঙ্গে তিনি বলেন, গঙ্গার সংরক্ষণ ও পুনরুজ্জীবনের জন্য নমামি গঙ্গে প্রজেক্ট আনা হয়েছে। এই অনুষ্ঠানে বিজেপি নেতা মুরলী🥃ধর রাও, বিজেপি এমপি মনোজ তিওয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন।