যে কোনও মা-বাবার কাছেই, তাঁদের 🦩সন্তানরা প্রথমবারের মতো যা-ই করে, তা স্পেশাল। অনেকে বলেন, প্রকৃত অভিভাবকত্ব হল শিশুকে স্বাবলম্বী করে তোলা। তাদের জীবনে নতুন নতুন অভি🅠জ্ঞতা সৃষ্টি করা। আর সেটাই পেল এক ছোট্ট মেয়ে।
৭ বছরে একটি মেয়ে প্রথমবার ফ্লাইটে একা একা যাত্রা করল। তার সেই ভিডিয়ো শেয়ার করেছেন মেয়েটির মা ইশনা বাত্রা। মাত্র পাঁচ দিন আগে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সেই ভিডিয়ো। এখনও পর্যন্ত এতে ৪.৯ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেয়েটি একটি ফ্লাইটে উঠছে। তারপরে গন্তব্যে পৌঁছে তার মায়ের সঙ্গে দেখা করছে। মিষ্টি ভিডিয়োটি আপনার মুখে হাসি ফোটাতে বাধ্য। আরও ভাইরাল: ন﷽তুন বরের সঙ্গে এটা কী করলেন বউ! ভাইরাল ভিডিয়ো
ভিডিয়োর ক্যাপশন অনুসারে, ছোট্ট মেয়েটির নাম আনায়া। ইন্ডিগোর এক ফ্লাইটে ভদোদরা থেকে মুম্বই পর্যন্ত একাই যাত্রা করে সে। তার 'নানী'র বাড়ি থেকে ফিরেছে। ক্যাপশনে, ইন্ডিগো এয়ারলাইন্সের যত্নের প্রশংসা করেছেন মেয়েটির মা।
ওকে ছেড়ে আসার সময় থেকেই বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফরা এসকর্ট করেছিলেন। বিমানে তাকে বিমান সেবিকাদের দায়িত্বে দেওয়া হয়েছিল। অবতরণ করার পর বিমান সেবিকারা আবার তাকে বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফদের কাছে নিয়ে যান। তাঁরাই ফোন করেন। আমাকে বিমানবন্দর চত্বরে একটি নির্দিষ্ট স্থানে দেখা করতে বলেন। আমি যে মেয়েকে রিসিভ করেছি, তার ফর্মেও ♑স্বাক্ষর করিয়ে নেন। আমার পরিচয়পত্রও যাচাই করেন।