পরাজিত হলেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বাম💝ী ফাহাদ আহমেদ। অনুশক্তিনগর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন তিনি। আর ভোটে জিতেই তিনি ইভিএমের কন্ট্রোল ইউনিটের উপর সব দোষ চাপিয়ে দিলেন। ১৬-১৯ রাউন্ড পর্যন্ত ফের গণনার দাবি জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ১৭ রাউন্ড পর্যন্ত এগিয়ে✨ছিলাম। কমিশনের ভূমিকা নিয়ে প্𒀰রশ্ন তুলেছেন তিনি।
এনসিপির সানা মালি꧅কের বিরুদ্ধে লড়ছিলেন তিনি। তিনি জানিয়েছেন প্রথম দিকের সব রাউন্ডে এগিয়েছিলাম। কীভাবে ইভিএমের ৯৯ শতাংশ ব্যাটারি থাকল পুরো ভোট হওয়ার পরে, সেই সময়ই অজিত পাওয়ার গোষ্ঠীর প্রার্থী এগিয়ে গেলেন।
তাঁর অভিযোগ, প্রথমদিকে সব রাউন্ডে আমি 🌠এগিয়েছিলাম। তিনি বলেন, পুরো কারচুপি করা হয়েছে। ১৬-১৯ রাউন্ডের সব কটি গণনা আবার করতে হবে। স্বরা ভাস্করও ইভিএমের কারচুপি নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্বরার প্রশ্ন যে ইভিএমে সারা দিন ভোট হল সেখানে কীভাবে ৯৯ শতাংশ ব্যাটারি থাকতে পারে? আর যে ইভিএমে ৯৯ শতাংশ ব্যাটারি রয়েছে সেখানেই খালি বিজেপি ও তার সহযোগীদের ভোট দিয়ে দিল।&nb๊sp;
প্রসঙ্গত সমাজবাদী পার্টির নেত্রী তথা অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ যোগ দিয়েছিলেন এসসিপিতে। মহারাষ্ট্রের অনুশক্তি নগর আসনে এনসিপি (অজিত পꩲাওয়ার) প্রার্থী সানা মালিকের বিরুদ্ধে তাঁকে প্রার্থী করা হয়েছিল।
সমাজবাদী 🔜পার্টির নেতা তথা অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ এনসিপি-এসসিপিতে যোগ দিয়েছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ। তবে এবার ভোটে পরাজিত হলেন ফাহাদ। তবে ভোটে হারতেই তিনি ইভিএমের উপর সব দোষ চাপিয়ে দিয়েছেন বলে খবর।