সাইফার মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খ💟ান। জেলের মধ্যে তাঁকে অস্বাস্থ্যকর পরিবেশে রাখার অভিযোগ আগেই তুলেছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর স্ত্রী। এবা💛র জেলে তাঁকে হাঁটাচলা ও ব্যায়াম করার জন্য জায়গা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুললেন বোন আলেমা খান। তবে ইমরানের শরীরের ওজন কমে গিয়েছে বলে তিনি দাবি করেছেন।
আরও পড়ুন: স্বামীকে হয়তো জেলের মধ্য়ে বিষ খাইয়ে দেব൩ে, আদালত♓ে গেলেন ইমরানের স্ত্রী
আলেমা খান বলেন, ‘আমি জেলে ইমরান খানের সঙ্গে দেখা করেছি এবং তিনি ভালো রয়েছেন। তাঁর শরীরের ওজন কমে গিয়েছে। তবে তাঁকে হাঁটাচলা ও ব্যায়ামের জন্য জায়গা দেওয়া হচ্ছে না।’ সন্ত্꧅রাসবিরোধী আদালতের বাইরে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘জেলে পড়াশোনা করছেন ইমরান। একাকিত্বে তিনি কোরআন পাঠ করার পাশাপাশি অন্যান্য বই পড়ছেন।’ প্রসঙ্গত, আলেমা খান এবং তাঁর বোন উজমা খানের বিরুদ্ধে গত ৯ মে লাহোর কোর কমান্ডার হাউসে হামলার অভিযোগ রয়েছে। সেই সংক্রান্ত মামলায় সন্ত্রাস বিরোধী মামলায় হাজিরা দেন ইমরান। তাঁদের গ্রেফতার করতে চায়ছে পুলিশ। পাকিস্তানের জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি) দুই বোন💙ের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পেয়েছে। তাই তাঁদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে চায়ছে। তাঁদের আইনজীবী বুরহান মোয়াজ্জাম মালিক জানান, খানের বোনদের এফআইআরকে সম্মতি দেয়নি আদালত। অভিযুক্তদের দোষী ঘোষণা করে এমন কোনও নথি দেখাতে বলেছে আদালত। আগামী ১৬ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।