খাবার ঘিরে একের পর এক ঘটনায় তোলপাড় গুজরাট। সদ্য গুজরাটের জামনগরে এক খাবারের দোকান থেকে কেনা চিপসের প্যাক🎐েটের ভিতর পচা ব্যাঙ্ক পাওয়া যায়। ঘটনা ঘিরে তুলকালাম পরিস্থিতি হয় সেখানে। এরপরই আসে আমেদাবাদে এমনই একটি ঘটনার খবর। আমেদাবাদের 'দেবী ধোসা' নামে এক রেস্তোরাঁয় সাম্বারের মধ্যে পাওয়া গিয়েছে মরা ইঁদুর। দুই পর পর ঘটনায় শোরগোল শুরু হয়েছে গুজরাটে। আতঙ্কে কাঁটা বাসিন্দারা।
সাম্বারে মরা ইঁদুর উদ্ধারের ঘটনায় গুজরাটে 'দেবী ধোসা' রেস্তোরাঁ সিল করেছে প্রশাসন। এই ঘটনা ঘিরে ,সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড হয়। ভিডিয়োয় দেখা যায়, লাল সাম্বারে ছোট্ট ইঁদুর বাচ্চা মরে পড়ে রয়েছে। ভয়াবহ এই দৃশ্য ঘিরে তোলপাড় হয়। এরপর সেই ভিডিয়োতে যে রেস্তোরাঁয় এই রান্না হয়েছে, সেই রেস্তোরাঁর ভিতরের রান্নাঘরের ছবি তুলে ধরা হয়। কোন পরিস্থিতিতে সেখানে রান্নাবান্না চলে, সেই অবস্থার কথা তুলে ধরা হয় ওই ভিডিয়োয়। টাইমস নাউের খবর অনুযায়ী, যে রেস্তোরাঁর সাম্বারဣ🦄ে ওই মরা ইঁদুর পাওয়া গিয়েছে, সেই রেস্তোঁরার কর্তা অল্পেশ কেভড়িয়া ঘটনার পরও কোনও পদক্ষেপ করেননি বলে খবর। এরপর বিষয়টি সোজা যআয় আমেদাবাদ স্বাস্থ্য দফতরের কাছে। তারা করে পদক্ষেপ। এরপরই রেস্তোরাঁ সিল করা হয়।
( Krishna Janmasht🐈ami 2024: জন্মাষ্টমী ২০২৪ কত তারিখে পড়ছে? শ্রীকৃষ্🅠ণের আরাধনার দিনের তিথি দেখে নিন)
আমেদাবাদের এই রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ আসার পরই পদক্ষেপ করে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের তরফে ওই রেস্তো🍒রাঁয় রান্নাঘর পরিদর্শন করা হয়। প্রশাসন জানিয়েছে, সেখানে রান্নাঘরটি একেবারেই অস্বাস্থ্যকর। তারপরই ওই রেস্তোরাঁ সিল করা হয়। রেস্তোরাঁর মালিক অল্পেশ কেভড়িয়াকে পরে একটি নোটিসও করা হয়েছে এই ঘটনা ঘিরে। আরও কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ রেস্তোরাঁর মালিককে অবিলম্বে সমস্যার সমাধান করতে বলেছে। এর আগে, বিদিত ভার্শনি নামের এক নেটিজেন দাবি করেছিলেন যেꦺ তাঁর কাকা এবং কাকিমা গত ১৮ জুন ভোপাল থেকে আগ্রা যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেসে পরিবেশিত খাবারে একটি মৃত আরশোলা পেয়েছিলেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আসতেই আইআরসিটিসি সাফ জানিয়েছিল, যে সার্ভিস প্রোভাইডারের থেকে খাবার নেওয়া হয়, তাঁকে বিষয়টি জানানো হয়েছে, ও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে জরিমানা করা হয়েছে। তবে খাবার ঘিরে এমন ভয়াবহ ঘটনা ক্রমেই আতঙ্কের সঞ্চার করছে।