জরুরꦕি মেরামতের পর ফের 🎃চালু হল ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টাল। রবিবার গভীর রাতে এ বিষয়ে টুইট করেছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ইনফোসিস। পোর্টালটি চালু হওয়ার পর থেকেই প্রতিনিয়ত বেড়েছে সমস্যা। গত ২১ অগস্ট সেটিতে আরও গুরুতর সমস্যা দেখা দেয়।
রবিবার বিকেলে ইনফোসিস জানায়, ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ আছে। এটি চালু হয়ে গেলে একটি আপডেট পোস্ট করা হবে। এরপর রবি🌜বার রাত ৯টা নাগাদ আপড💟েট দেওয়া হয়। চালু হয় পোর্টালটি।
এর আগে টুইটে আয়কর দফতর জানিয়েছিল যে, অর্থ মন্♓ত্রক ইনফোসিসের এমডি এবং সিইও সলিল পারেখকে সোমবার তলব করেছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে এ বিষয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে সলিল পারেখকে। কেন বিপুল টাকার বিনিময়ে বানানো কর জমা দেওয়ার ওয়েবসাইটটি মাত্র আড়াই মাসেই কাহিল হয়ে গেল তা জানতে চাওয়া হবে। পোর্ট✤ালটি গত জুন মাসেই চালু করা হয়েছিল। আয়কর রিটার্ন দ্রুত ও সহজ করার উদ্দেশ্যে এটি চালু করে আয়কর দফতর।
চালু হওয়ার 🍌প্রায় সঙ্গে সܫঙ্গেই হাজারো সমস্যা দেখা দেয় পোর্টালটিতে। সেই সময়েও এ বিষয়ে ইনফোসিসের জবাব চেয়ে পাঠান নির্মলা সীতারামন। গত ২২ জুন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তাদের ডেকে পাঠানো হয়।