আগামী বছর বিশ্বজুড়ে অর্থনীতির গতি আরও মন্থর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই কারণেই মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। সাম্প্রতিক বিশ্ব অর্থনৈতিক আউটলুকে, IMF বলেছে যে, বিশ্ব অর্থনীতি বর্তমানে মুদ্রাস্ফীতি, কঠোর আর্থিক অবস্থা, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং দীর্ঘস্থায়ী কোভিড মহামারীর মতো একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আরও পড়ুন: বন্ধুত্ব নিজের জায়গায়, ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রসংঘে𒀰 রাশিয়ার বিরুদ্ধে ভোট ভ🔯ারতের
তবে ভারতীয়দের জন্য এর মধ্যেও রয়েছে সুখবর। গোটা বিশ্বের অর্থনীতির চাকা মন্থর হলেও, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির এখনও যেন অপ্রতিরোধ্যই রয়েছে। IMF-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের ডিরেক্টর, কৃষ্ণা শ্রী♊নিবাসন এই বিষয়ে আলোকপাত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, অন্য দেশগুলির তুলনা ভারতীয় অর্থনীতি অনেক ভাল অবস্থায় রয়েছে। অন্যান্য দেশের তুলনায় তুলনামূলকভাবে ভাল অবস্থানে রয়েছে এখানকার অর্থনীতি। সংবাদসংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে।
অর্থনীতিবিদদের একাংশের মতে, কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপ তো বটেই♍, এমনিতেও ভারতীয় অর্থনীতির একটি 'আত্মনির্ভর' বৈশিষ্ট্য বরাবরই রয়েছে। আর তার কারণেই গোটা বিশ্বের খারাপ অবস্থার আঁচ ভারতে তুলনামূলকভাবে কম পড়ছে।
তবে প্রভাব যে একেবারেই পড়ছে না, তা নয়। IMF FY23-তে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুমান জুলাইয়ে ৭.৪% বলে জানিয়েছিল। সেখান থেকে কমিয়ে এবার🍒 ৬.৮% হতে পারে বলে জানিয়েছে আইএমএফ। অগস্টে প্রকাশিত ভারতে🐻র সরকারি তথ্যানুযায়ী, উত্পাদন খাতের হতাশাজনক পারফরম্যান্সের কারণে এপ্রিল-জুলাইতে অর্থনীতি প্রত্যাশার চেয়ে কম(১৩.৫%) হারে বেড়েছে।
২০২৩ সালে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশেরও বেশি সংকুচিত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।🥂 বিশ্বের তিনটি বৃহত্তম অর্থনীতি- মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চিনের অর্থনীতি স্থবির হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
দেশে মুদ্রাস্ফীতি রোধে মুদ্রানীতি কঠোর করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রশংসা করেছে আইএমএফ। আরও পড়ুন: এবার বিদেশের UPI-এর মাধ💧্যমে করা যাব🌺ে পেমেন্ট, রুপে নিয়ে চলছে আলোচনা
আইএমএফের মুদ্রা ও বাজার মূলধন বিভাগের উপ-বিভাগীয় প্রধান গার✅্সিয়া পাসকুয়াল RBI-এর প্রশংসা করেন। তিনি বলেন, 'আরবিআই মূল্যস্ফীতির বিরুদ্ধে ꧑লড়াতে সঠিকভাবে কঠোর পদক্ষেপ নিয়েছে।'