নাবিকদের সংগঠন মেরিটাইম ইউনিয়ন অফ ইন্ডিয়া 🅰জানিয়ে দিল লিবিয়াতে দীর্ঘদিন ধরে আটকে ছিলেন এক ভারতীয় নাবিক। তাঁকে ফিরিয়ে আ𓄧নতে সহযোগিতা করেছে মেরিটাইম ইউনিয়ন। ঠিক কী হয়েছিল ঘটনাটি?
রোশন রাজ নামে ওই নাবিক যে জাহাজে ছিলেন সেটি মেরিটাইম লেবার কনভেনশন ২০০৬ সাল লঙ্ঘন করেছিল। সেক্๊ষেত্রে তিনি লিবিয়ার মিসারাতা বন্দরে বহু দিন পরিত্যক্ত ꧑অবস্থায় দিনযাপন করেন। এমনটাই জানিয়েছে এমইউই।
সংস্থার তরফে বলা হয়েছে, জাহাজটি পরিত্যক্ত ﷽হয়ে যাওয়ার পরে রোশন রাজ বোর্ড ভেসেল এমভি ইস্ট এক্সপ্রেসে কাজ নেন। সেখানেই ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ছিলেন। এদিকে লিবিয়ার বন্দরে দীর্ঘদিন ধরে জাহাজটিকে দাঁড় করিয়ে রাখা ছিল। মালিক ওই জাহাজটিকে আর চালাতে চাননি। তার জেরেই বিপত্তি তৈরি হয়। তবে তাঁকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
সংগঠনের দাবি, রাজকে খুব কঠিন সময়ের মধ্যে কাটাতে হয়েছে। পুরোপুরি বেতনও তিনি পেতেন না। জা𝔉হাজের মালিক তাঁকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করছিল না। সুযোগ সুবিধাও মিলত না। একবেℱলা খেতে পেতেন তিনি।
লিবিয়াতে থাকা ভারতীয় দূতাবাস, লিবিয়ার আধিকারিকদের স🔯ঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে তাঁকে বাড়ি ফিরিয়ে আনার ব্যাপারে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে।