নেপালের নদীতে পড়ল ভারতীয় বাস। বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল বলে জানা যাচ্ছে। বাসে ৪০ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত সেই দুর্ঘটনার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৬ জন যাত্রীকে। আহতদের চিকিৎসার জন্যে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, তনহুঁ জেলায় দুর্ঘটনাটি ঘটে। মারশিয়াংড়ি নদীতে পড়ে গিয়েছিল বাসটি। শুক্রবার বেলা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। (আরও পড়ুন: GST স্ল্যাব ꦰকমাতে চায় কেন্দ্র, আপত্তি বাং🐠লার, সাধারণের পকেটে পড়বে কোন প্রভাব?)
আরও পড়ুন: সঞ্জয়ের হয়ে লড়বেন কবিতা, অবশেষে আইনজꦫীবী পেলেন আরজি কর কাণ্ডে ধৃত
আরও পড়ুন: বন্যায় জারি মৃত্যুমিছিল, 'লাথ মেরে' বাংলাদেশিদের বের করার হুঁশিয়রি প𓃲্রদ্যোতের
জানা যাচ্ছে, নেপালের পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাচ্ছিল বাসটি। এই বাসে ভারতীয় যাত্রীরা ছিলেন। এই আবহে নেপাল পুলিশের তরফে তনহুঁ জেলার ডিএসপি দীপকুমার রায়া জানান, দুর্ঘটনার কবলে পড়া বাসটি ভারতীয় ছিল। বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। এদিকে উত্তরপ্রদেশের এক সরকারি আধিকারিক এই প🅠্রসঙ্গে জানিয়েছেন, সেই বাসের রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখা হচ্ছে। বাসের মালিক এবং কারা কারা সেই বাসে করে ঘুরতে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হবে।
বিস্তারিত আসছে…