পরিসংখ্যান বলছে ভারত থেকে ধনী দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য ভারতীয়দের মধ্য়ে একেবারে হুড়োহুড়ি অবস্থা থাকে। তা সে আমেরিকাই হোক কিংবা কানাডা। সেখানে পাকাপাকিভাবে থাকার জন্য, মূলত সেখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য় ভারতীয়দের অনেকেই একেবারে মরিয়া হয়ে ওঠেন। প্যারিস ইন্টারন্যাশানাল মাইগ্রেশন আউটলুক ২০২৩ এ প্রকাশিত OECD রিপোর্টে এই সংক্রান্ত চাঞ্চল্যকর বিষয়কে উল্লেখ করা হয়েছে। বিশ্বের ধনী দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য অন্যান্য যে দেশের নাগরিকদের মধ্য়ে সবথেকে বেশি উৎসাহ থাকে ও নাগরিকত্ব পেয়েছেন তার মধ্যে ভারত একেবারে ১ নম্বরে। আ꧒র ২০২১-২০২২ সালের মধ্যে এটা প্রায় ১৭৪ শতাংশ একলাফে বেড়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে।
গতবছরেও দেখা 🌳গিয়েছিল এই OECD দেশগুলির নাগরিকত্ব পাওয়ার জন্য প্🌼রবল আগ্রহ। প্রায় ২৮ লক্ষ মানুষ এই নাগরিকত্ব নিয়েছিলেন। ২০২১ সালের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
মোটামুটি ৩৮টি দেশ 🐈রয়েছে এই OECD-র মধ্য়ে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সা📖ল পর্যন্ত যে সমস্ত দেশের মানুষরা OECD দেশের নাগরিকত্ব পেয়েছেন তার মধ্য়ে ভারত একেবারে শীর্ষে।
২০১৯ সালে এই সংখ্যাটা ছিল ১,৫৫,৭৯৯জন। ২০২১ সালে এই সংখ্য়াটা ছিল ১,৩২,৭৯৫জন। 🤡এদিকে এই ওইসিডি দেশগুলিতে নাগরিকত্ব নেওয়ার দৌড়ে পঞ্চম স্থানে রয়েছে চিন। ২০২১ সালে ৫৭,০০০ চিনা নাগরিক ওইসিডি ভুক্ত দেশগুলিতে নাগরিকত্ব নিয়েছেন। তবে ভারতবাসীদের মধ্য়ে আমেরিকার নাগরিকত্ব নেওয়ার জন্য উৎসাহ সবথেকে বেশি থাকে।
তবে চিন থেকে সবথেকে বেশি ছাত্রছাত্রী ওইসিডিভুক্ত দেশগুলিতে গিয়েছেন। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট( OECD) এই ছাতার তলায় যে ৩৮টি দেশ রয়েছে তার মধ্য়ে বেশিরভাগই ধনী দেশ। ২০২১ সালেই ভারত থেকে প্রায় ৪ লাখ ধনী দেশগুলিতে গিয়েছে। তবে এর মধ্যে পড়ুয়াদের হিসেবটা নেই। ভারত থেকে কে♔ন ধনী দেশগুলিতে যাওয়ার এত প্রবণতা থাকে তার পেছনে অনেক কারণ রয়েছে। তবে যে সংখ্যাটা দেখা গিয়েছে তা যথেষ্ট চমকপ্রদ। ভারত থেকে আমেরিকায় গিয়ে থাকার জন্য একেবারে তুমুল আগ্রহ।