বাংলা নিউজ > ঘরে বাইরে > Indigo flight Medical Emergency Landing: মাঝ আকাশে মুখ দিয়ে রক্ত বেরিয়ে মৃত্যু যাত্রীর, রুট বদলে জরুরি অবতরণ বিমানের
এক যাত্রী মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়ায় মাদুরাই থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট ইন্দোর বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয় শনিবার সন্ধ্যায়। জানা গিয়েছে, ৬০ বছর বয়সি এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয় মাঝ আকাশে। এই আবহে তড়ঘড়ি ইন্দোরের দেবী অহিল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে দিল্লিগামী উড়ানটি। বিমানটি ইন্দোরে নামতেই অসুস্থ যাত্রীকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সেই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যাত্রীর নাম অতুল গুপ্ত। মাঝ আকাশেই তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে বলে জানা গিয়েছে রিপোর্টে। (আরও পড়ুন: শীঘ্রই করোনার XBB.♎1.5 রূপ আতঙ্ক ছড়াতে শুরু করবে ইউরোপে, দাবি স্বাস্থ্য সংস্থার)