রবিবার কুয়াশার জন্য দিল্লিতে বিমান চলাচলে অনেক সমস্যা হয়েছিল। চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল যাত্রীদের। এরই মাঝে ধৈর্য হারিয়ে সরাসরি বিমানের পাইলটকে ঘুষি মারার ঘটনা ঘটিয়ে ফেলেন এক যাত্রী। ইন্ডিগোর দিল্লি-গোয়া উড়ানে এই ঘটনাটি ঘটে। দীর্ঘক্ষণ বিলম্ব থাকার পর বিমানের পাইলট বদল হয়। তারপরে নতুন পাইলট এসে আরও এক দফায় উড়ান বিলম্বের ঘোষণা করেন। এরপরই বিমানের পিছন দিক থেকে উঠে এসে পাইটকে মেরে বসেন এক যাত্রী। পরে দেখা যায় ইন্ডিগোর অভিযোগের ভিত্তিতে সেই যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনেন সিআইএসএফ জওয়ানরা। পরে দিল্লি পুলিশ নাকি সেই যাত্রীকে আটক করেছিল। রিপোর্ট অনুযায়ী, ধৃত যাত্রীর নাম সাহিল কাটারিয়া। (আরও পড়ুন: ১১ দিন পর খাল থেকে উদ্ধার হয় দেহ, হোটেল ঘরে 𒀰কী ঘটেছিল মডেল দিব্যার সঙ্গꦚে?)
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে যাত্রীদের ক্ষোভ ইন্ডিগোর ওপর, ক্ষমা চাইল🅘 উড়ান সংস্থা
এদিকে সাহিলের আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিমান থেকে সাহিলকে জওয়ানরা নামিয়ে আনছেন। সেই ভিডিয়ো রেকর্ড করা ব্যক্তির দিকে এগিয়ে আসেন সাহিল। তাঁকে সরি বলেন সাহিল। তবে ক্যামেরা হাতে থাকা ব্যক্তিকে বলতে শﷺোনা যায়, 'নো সরি।' এদিকে ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছে, আমরা ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ পেয়েছি। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সাহিল কাটারিয়াকে ইনডিগো 'নো ফ্লাই' লিস্টে অন্তর্ভুক্ত করতে পারে ইন্ডিগো। এদিকে যাত্রীর হাতে মার খাওয়া পাইলটের নাম অনুপ কুমার।