বিমা নিয়ন্ত্রক সংস্থার প্রধান মঙ্গলবার ব্যাঙ্কগুলিকে রীতিমতো সতর্ক করল💯েন যে তারা নানা বিমা সংক্রান্ত প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে যে পথ নিচ্ছে সেটা ঠিকঠাক নয়। বিমা নিয়ন্ত্রক সংস্থার দাবি🌌, গোটা সিস্টেমের মধ্য়ে একটা অন্যরকম অনিয়ম করা হচ্ছে।
IRDAI প্রধান দেবাশিস পান্ডা জানিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যাঙ্কের সঙ্গে তাদের গ্রাহকদের একটা সম্পর্ক গড়ে উঠেছে। গ্রাহকরা বিশ্বাস করেন যে ব্যাঙ্ক তাদের কাছে সঠিক দামে সঠিক প্রোডাক্ট বিক্রি করবে। তবে এবার সকলের বসা দরকার। যাতে আস্থাকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায়। গ্রাহকদের জন্য একটা অপশন দেওয়াটা দরকার। আমি বিশ্বাস করি যে🧔 সিস্টেমে একটা মেরিট থাকাটা খুব দরকার। এসবিআই কনক্লেভে এনিয়ে মুখ খোলেন তিনি।
এদিকে কিছ🅰ুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অনেকটা এই ধরনের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ব্যাঙ্কগুলির উচিত তাদের নিজেꩲর প্রাথমিক যে কাজ তাতেই নিজেদের আবদ্ধ থাকা দরকার। অতীতে সিনিয়র সিটিজেনদেরও টাকাও বিমা কোম্পানিতে দেওয়ার ব্যাপারে ব্যাঙ্কগুলি চেষ্টা চালাতো।
IRDAI প্রধান দেবাশিস পান্ডা এর আগে একটি বক্তব্যে জানিয়েছিলেন, ভারতের বিমা সেক্টর বিশ্বের মধ্য়ে ꦐদশম। ৭-৮ বছরের মধ্যে এই সেক্টরটা আন্তর্জাতিক ক্ষেত্রে ষষ্ঠ বৃহত্তম হবে।