বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। 'আশা করছি দ্রুত এই সমস্যা, অশান্তি স্তিমিত হবে,' হোয়াইট হাউজে সাংবাদিকদের জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে এর পাশাপাশি তিনি বলেন, 'এটাও মনে রাখতে হবে যে, যখন হাজার-হাজার রকেট ছুটে আসে দেশের দিকে, তখন ইজরায়েলেরও নিজের আত্মরক্ষা করার অধিকার রয়েছে।'গত সোমবার জেরুজালেমের বিমান হানার জবাব দিতে ইজরায়েল লক্ষ্য করে ১০০-র বেশি রকেট হানা করা হয় হামাসের তরফে৷ ইজরায়েল সেনা বাহিনী সূত্রে খবর, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ৬৩০টির বেশি রকেট ছোড়া করা হয়ছে৷ যদিও তার মধ্যে ২০০টি আয়রন ডোম মিজাইল ডিফেন্স সিস্টেমে আটকে গিয়েছে৷ অন্যদিকে আরও ১৫০টি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়৷শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে ইজরায়েল ও প্যালেস্তিনিয়ান অ্যাফেয়ার্স-সংক্রান্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হেডি আমরকে প্রেরণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সময় থাকতেই পরিস্থিতি ঠান্ডা করার বিষয়ে পাশে দাঁড়াতে উত্সাহী মার্কিন প্রশাসন। এ বিষয়ে জো বাইডেন নেতানিয়াহুকে বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদাই এক দীর্ঘস্থায়ী শান্তির পক্ষে।' এছাড়া এদিন মিশর, কাতার, জর্ডন ও পালেস্তাইনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনার বিষয়েও ইজরায়েলের প্রধানমন্ত্রীকে আপডেট দেন মার্কিন প্রেসিডেন্ট।