মহাকাশে সংঘর্ষ! তাও কিনা চাঁদের আকাশে! হ্যাঁ। আর একটু হলেই নাকি এমনটা ঘটত☂ে চলেছিল ভারতের চন্দ্রযান-২-এর সঙ্গে। তবে, ইসরোর বিজ্ঞানীরা সতর্ক থাকায় সেই সংঘাত এড়ানো গিয়েছে।
ইসরোর তরফে প্রকাশ করা তথ্য অনুসারে, চাঁদের আকাশে চক্কর কাটার সময়েই দক্ষিণ কোরিয়ার প্রথম চন্দ্রাভিযানের (কোরিয়া পাথফাইন্ডার লুনার অরবিটার বা কেপিএলও) ধারক 'দানুরি'র খুব কাছে চলে আসে চন্দ্রযান-২। ফলত, কৌশলে সংঘর্ষ এড়াতে হয় ইসরোর বিজ্ঞানীদের। করতে হয় কিছু রদবদল। গত সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে💖 এই ঘটনা ঘটে।
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফে আরও জানা💫নো হয়েছে, চাঁদের কক্ষপথে সংঘর্ষ এড়াতে চন্দ্রযান-২-এর কার্যাবলীতে কিছু 'অ্যাডজাস্টমেন্ট' করতে হয় তাদের।
প্রায় একই ঘটনা ঘটে গত ১ অক্টোবর। অন্যান্য একাধিক লুনার অরবিটারের সঙ্গে চꦯন্দ্রযান-২-এর যাতে কোনও সংঘর্ষ না হয়, তার জন্য ওই দিনও আরও একটি 'অরবিটাল মডিফিকেশন' করেন ইসরোর বিজ্ঞানীরা💦।
ইসরোর তরফে প্রকাশ্যে আনা রিপোর্ট বলছে, এক্ষেত্রে যে লুনার অরবিটারগুলির সঙ্গে সংঘাতের আশঙ্কা তৈরি 🏅হয়েছিল - তাদের মধ্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র পাঠাꦚনো 'লুনার রিকনেসেন্স অরবিটার' বা এলআরও ছিল অন্যতম।
চাঁদের আকাশে দুর্ঘটনার সম্ভাবনা:
হিসাব বলছে, চাঁদের আকাশে বা চাঁদের কক্ষপথে যে লুনার অরবিটারগুলি যাতায়াত করছে, 🍬সেগুলি যেকোনও সময়েই একে-অপরকে ধাক্কা মারতে পারে! সেই 🐻সম্ভাবনা অত্যন্ত প্রবল।
এই মুহূর্তে চাঁদের মেরু অঞ্চলের খুব কাছেই সক্রিয় এবং সচল রয়েছে ভারতের🥀 চন্দ্রযান-২, দক্ষিণ কোরিয়ার দানুরি এবং আমেরিকার এলআরও। ফলে তাদের মধ্যে স💝ংঘর্ষ ঘটা খুব অস্বাভাবিক কিছু নয়।
দক্ষিণ কোরিয়ার মহাকাশ গবেষণা সংস্থা 'কোরিয়া এয়ারোস্পেস রিসার্চ ইনস্টিটিউট' (কারি), যারা দানুরিকে নিয়ন্ত্রণ করছে, তাদের দাবি, গত ১৮ মাꦏসে ভারতের চন্দ্রযান-২ এবং আমেরিকার এলআরও-র সঙ্গে সম্ভাব্য সংঘাতের বার্তাবাহী ৪০টিরও বেশি 'কোলিশন অ্যাল্যার্ট' পেয়েছে তারা!
এই কোলিশন অ্যালার্টের পোশাকি নাম হল - 'রেড অ্যালার্ট' বা লাল সতর্কতা। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, বিভিন্ন দেশ তাদের পাঠꦉানো লুনার অরবিটারের সাহায্যে চাঁদে⛎র কক্ষপথে থেকে গবেষণা চালাচ্ছে। এভাবে চাঁদের আকাশে পৃথিবীর পাঠানো লুনার অরবিটারের ভিড় বাড়ার ফলে তাদের মধ্যে সংঘাতের সম্ভাবনাও লাগাতার বাড়ছে।
উল্লেখ্য, ২০২১ সালেও এক🌟বার এলআরও-র সঙ্গে ধাক্কা লাগার মতো পরিস্থিতিতে পড়েছিল চন্দ্রযান-২। যার জেরে তড়িঘড়ি তার পথ কিছুটা বদল করতে হয়েছিল ইসরোকে। দুই দেশের এই দু'টি লুনার অরবিটার পরস্পরের প্রায় ৩ কিলোমিটারের মধ্যে 🥀চলে এসেছিল সেই সময়!