তামিলনাড়ুর অবনিয়াপুরমে জাল্লিকাট্টু অনুষ্ঠান ঘিরে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। তামিলনাড়ুর মাদুরাইয়ের অবনিয়াপুরমে এই অনুষ্ঠানে ৬০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে ২০ জন গুরুতর আহত। জেলার প্রশাসন সূত্রে এই তথ্য জানဣানো হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, ৪০ জনের সামান্য আঘাত লেগেꦆছিল। পরে তাঁদের ফার্স্ট এইড দিয়ে দেওয়া হয়। তাঁরা প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যান। এরপর বাকি ২০ জনের জন্য বিꦏশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের গুরুতর চোট রয়েছে। জানা গিয়েছে, জল্লিকাট্টুর ওই অনুষ্ঠান ঘিরে কোনও মৃত্যু সংবাদ আসেনি। উল্লেখ্য, অনুষ্ঠানে পর পর অনেকে আহত হওয়ার পরও অনুষ্ঠান থেমে থাকেনি। রবিবার ওই অনুষ্ঠান বিকেল ৪ টে পর্যন্ত চলেছে। এরপরই সোমবার ওই ঘটনার কথা জানা যায়। জানা গিয়েছে, মত্ত পশুকে বশ করার ওই খেলায় ২০০০ জন পুলিশকর্মী মোতায়েন ছিলেন নিরাপত্তায়। স্থানীয় প্রশাসন বলছে, সেখানে চিকিৎসার সমস্ত রকমের বন্দোবস্ত ছিল। মূলত মত্ত ষাঁড়কে বাগে আনা ঘিরেই এই খেলার চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের মুখে পড়ে, এই খেলায় অনেকেই প্রতি বছরই আহত হন। ফলে শুধু মানুষ নয়, ষাঁড়ের নিরাপত্তাও স্থানীয় প্রশাসনের কাছে ছিল অন্যতম গুরুতর বিষয়।
প্রসঙ্গত, তামিলনাড়ুর একটি ঐতিহ্যবাহী খেলা হল জাল্লিকাট্টু। এই খেলায় মত্ত ষাঁড়ের কেবল সিং ধরেই তাকে বশে আনার নিয়ম রয়েছে। আর ষাঁড়ের সিংটি চেপে ধরতে গেলেই আসে বিপদের নানন আশঙ্কা। সেই চ্যালেঞ্জ নিয়েই এই খেলা। পশুপ্রাণীপ্রেমীরা বহু সময়ই এই খেলার বিরুদ্ধে সরব হয়ে কোর্টের দ্বারস্থ হলেও, পরবর্তী ক্ষেত্রে দক্ষি⭕ণ ভারতের এই জনপ্রিয় খেলার জনপ্রিয়তার এক চুলও ভাঁটা পড়েনি। উল্লেখ্য, পোঙ্গলের মধ্যে ৪ দিনের উৎসবের একদিনﷺ ‘মুট্টু পোঙ্গল’ উৎসবে এই জাল্লিকাট্টু আয়োজিত হয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেꦯও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup