জেডিইউয়ের তরফ🉐ে সমর্থিত রাজ্যসভার সদস্য হরিবংশ নারায়ণ সিং বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। নয়া সংসদভবন উদ্বোধনী অনুষ্ঠানে যখন জেডিইউ সমেত ২০ এর বেশি বিরোধী দল বয়কটের পথে হেঁটেছে, 𒐪তখন জেডিইউ সমর্থিত রাজ্যসভার সাংসদ হরিবংশ সিং সেই অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে ছিলেন উপস্থিত। এই ঘটনায় বেশ খানিকটা ধাক্কা খেয়েছে জেডিইউ।
নীতীশ কুমারের পার্টি জ🎃েডিইউয়ের তরফে দলের মুখপাত্র নীরজ কুমার বলছেন, যেখানে রাজ্যসভার ‘চেয়ারম্যান উপরাষ্ট্রপতি উপস্থিত নেই,’ সেখানে হরিবংশ সিং কীভাবে যেতে পারেন। পার্টির তরফে নীরজ কুমার বলেন,'পার্টি আপনাকে পাঠিয়েছে রাজ্যসভায়, সাংবাদিকতায় আপনার অবদান দেখে।🐲 তবে যখন সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটি কালো অধ্যায় চলছে, তখন আপনি আপনার উচ্চপদকে সামনে রেখে চলছেন!'
উল্লেখ্য, জেডিইউ প্রধান নীতীশ কুমার নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠানের বয়কটকে আগেই সমর্থনꦿ জানিয়েছিলেন। তিনি বলেন, ‘ ইতিহাসকে পরিবর্তনের চেষ্টা ,তাঁদের দ্বারা, যাঁরা কোনও মতেই অবদান রাখেননি দেশের স্বাধীনতায়।’ উল্লেখ্য, জেডিইউ , তৃণমূল কংগ্রেস সমেত একাধি♔ক পার্টি এই নয়া সংসদভবন উদ্বোধনের বয়কটের ডাক দেয়। প্রসঙ্গত, জেডিইউ সমর্থিত সাংসদ হরিবংশের পার্টিলাইনের বাইরে গিয়ে এই অনুষ্ঠানে যোগদান নিয়ে জেডিইউ কোনও পদক্ষেপ করবে কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে নীরজ কুমার বলেন,' দলের উপরতলার নেতারা ঠিক করবেন কী পদক্ষেপ নেওয়া হতে পারে আপনার (হরিবংশ সিং)এর যোগদান নিয়ে যেখানে পার্টি ঠিক করেছে বয়কটের রাস্তা। তবে ভবিষ্যৎ প্রজন্ম জানবে আপনার কথা, যা ঘটেছে তা আপনার মতো মানুষের পক্ষে একটা অশোভনীয় কাজ।'
উল্লেখ্য,জেডিইউ সমর্থিত এই সাংসদ হরিবংশ সিংয়ের সাংসদ হিসাবে রাজ্যসভায় এটি দ্বিতীয়বারের মেয়াদকাল। তিনি রাজ্যসভায় ২০১৮ সাল থেকে ডেপুটি চেয়ারম্যানের পদে রয়েছেন। উল্লেখ্য, তিনি এই পদে তৃতীয় অকংগ্রেসী সাংসদ হিসাবে রয়েছেন আসীন। এর আগে, ৬৬ বছর বয়সী এই সাংসদ এককালে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের মিডিয়া অ্যাডভাইজার হিসা🅘বে কাজ করেছেন। তার আগে বিহার ও ঝাড়খন্ডের জনপ্রিয় ‘প্রভাত খবরে’ তিনি ছিলেন সম্পাদক।