দুর্নীতি ইস্যুতে বাংলার শাসকদল তৃণমূলকে হারাতে পারেনি বিজেপি। ঝড়খণ্ডেও সেই একই চেষ্টা করা হয়েছিল। তবে তাতেও জয় অধরাই থাকল। এই আবহে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও কি একই 'হাল' হবে বিজেপির? ২০২১ সালের পর থেকে একের পর এক দুর্নীতি ইস্যুতে জেরবার হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে গত লোকসভা ভোটে এই রাজ্যে ধরাশায়ী হয় বিজেপি। এদিকে ঝাড়খণ্ডে গত লোকসভা ভোটে বিজেপি এগিয়ে ছিল। তবে দুর্নীতি ইস্যুতে হেমন্ত সোরেনকে বিঁধে বিধানসভা ভোটে সুবিধ করতে পারল না গেরুয়া শিবির। (আরও পড়ুন: শিন্ডেই হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্ꦕরী?༒ 'স্পষ্ট বার্তা' দিলেন দেবেন্দ্র ফড়ণবীস)
আরও পড়ুন: চারে BJP, বিধানসভা উপনি🍬র্বাচনে TMC হার🐷লেও অভিনন্দন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন: বা🌠ংলায় ধরাশায়ী, অন্য রাজ্যগুলিতে মুখরক্ষা বামেদের, কোথায় উড়ল লাল ঝান্ডা?
লোকসভা ভোটের আগে দুর্নীতির মামলায় জেলে গিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সেই সময় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন চম্পাই সোরেন। তবে জেল থেকে ছাড়া পেয়েই ফের মুখ্যমন্ত্রী পদে ফেরেন হেমন্ত সোরেন। ওদিকে দলবদল কেন চম্পাই সোরেন। এই আবহে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে দুর্নীতি একটি বড় ইস্যু ছিল। কিন্তু লোকসভায় ঝাড়খণ্ডে বিজেপি ভালো ফল করেছিল। কিন্তু জেল ফেরত হেমন্ত সোরেন নিজের গদি বাঁচিয়ে রাখতে সমর্থ হলেন। (আরও পড়ুন: ꦯবাংলায় মমতার গদি বাঁচিয়েছিলেন প্রশান্ত কিশোর, বিহারে সেই PK-র দল কেমন ফল করল🐽?)
আরও পড়ুন: ঝাড়খণ্ডে হেমন্তের কাছে ফেꦕল হিমন্ত, অসমের উপনির্বাচনে কে☂মন ফল BJP-র?
আরও পড়ুন: RSS-এ🌃র 🐼'জাদুকাঠিতে' ঘুরে দাঁড়াল BJP? ফল সামনে আসতেই জোর চর্চা মহারাষ্ট্রে
আরও পড়ুন: মহারাষ্ট্রে পিছিয়🌟ে পড়তেই 🅺বিস্ফোরক উদ্ধবের দলের নেতা, আদানিকে তুললেন কাঠগড়ায়
এদিকে দিল্লিতে দুর্নীতি মামলায় জেলে গিয়েছিলেন কেজরিওয়াল। জেলবন্দি থাকা অবস্থায় কেজরিওয়াল মুখ্যমন্ত্রিত্ব ত্যাগ করেননি। তবে জেল থেকে ছাড়া পেয়ে তিনি পদ ছেড়ে দেন। এই আবহে আগামী নির্বাচনে দল জয়ী হলে তিনি ফিরবেন বলে দাবি করেছেন কেজরিওয়াল। এই আবহে দিল্লিতেও কি দুর্নীতি ইস্যুতে আম আদমি পার্টিকে বিঁধবে বিজেপি? আর সেই ছক কষে ভোটযুদ্ধে নামলে কি দিল্লিতেও ঝাড়খণ্ড এবং বাংলার মতো ফলাফল হতে পারে? প্রসঙ্গত, বারংবার বিজেপির বিরুদ্ধে ইডি-সিবিআইকে 'অপব্যবহার' করার অভিযোগ তোলেন বিরোধীরা। এদিকে বিরোধীদের বিরুদ্ধে বিজেপি তোলে দুর্নীতির অভিযোগ। তবে গত লোকসভা ভোটে বিজেপির সেই ছক কাজে আসেনি। বিরোধীদের তাবড় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও বিজেপি একক সংখ্যগরিষ্ঠতা পায়নি। এবꦉং বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটেও দেখা যাচ্ছে, শাসক নেতারা জেলে গেলেও তার রাজনৈতিক ফায়দা তুলতে পারছে না বিজেপি। উলটে সেই সব রাজ্যে বিজেপির বিরুদ্ধেই মতামত 𒀰জানাচ্ছেন ভোটাররা।