রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন দখলের সিদ্ধান্ত নিয়ে ফেল﷽েছে বলে দাবি করলেন মার্কিন প্র♎েসিডেন্ট জো বাইডেন। শুক্রবার রাতে হোয়াইট হাউজে বাইডেন দাবি করেন যে মার্কিন গোয়েন্দা সূত্রে তিনি খবর পেয়েছেন যে সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে রাশিয়া। লাখে লাখে মানুষ ইউক্রেন ছেড়ে পালাচ্ছেন বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, পূর্ব ইউক্রেনের শহর দনেটস্কে একটি সমাজসেবী সংগঠনের কনভয়ে শেলিং হয় বলে খবর পাওয়া যায়। ঘটনায় রাশিয়াপন্থী বিদ্রোহীরা ত্রাতার ভূমিকা পালন করে। সেখানতেকে মানুষজনকে উদ্ধার করে নিয়ে যায় মস্কোর মদতপুষ্ট বিদ্রোহীরা। ঘটনায় কো🎶নও হতাহতের খবর মেলেনি। পশ্চিমা দেশগুলি এই পুরো বিষয়টি ‘সাজানো ঘটনা’ হিসেবে দেখছে। বাইডেনও শুক্রবার দাবি করেন, হামলার আগের গল্পের প্লট সাজাচ্ছে রাশিয়া। এদিকে শনিবার ভোরে বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্ক শহরও দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে। পরপর এই ঘটনায় যুদ্ধের সম্ভাবনা আরও বাড়ছে।
বাইডেন এদিন বলেন, ‘এই মুহুর্তে আমি নিশ্চিত যে তিনি (ভ্লাদিমির পুতিন) সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন (ইউক্রেন দখলের সিদ্ধান্ত)।’ বাইডেন আরও বলেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে এই প্রেক্ষিতে। শীঘ্রই এই হামলা শুরু হতে পারে।’ রাশিয়া আক্রমণ করলে তাদের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞার হুমকি পুনর্ব্যক্ত করেন বাইডেন। এদিন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় ১ লক্ষ ৯০ হাজার সেনা মোতায়েন করে রেখেছে। পূর্ব ইউক্রেনে চলা বিচ্ছিনতাবাদীদের কার্যকলাপই রাশিয়ার এই হামলার প্রেক্ষাপট হবে বলে আশঙ্ꦬকা প্রকাশ করেছে অন্যান্য পশ্চিমা দেশগুলিও।