বিগত কয়েকদিন ধরে কুয়াশা এবং বাজে💯 আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন প্রান্তে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। দিল্লিতে ১০-১২ ঘণ্টা দেরিতে ছেড়েছে কোনও কোনও বিমান। বহু উড়ান আবার বাতিলও হয়েছে। এরই মাঝে অনেক বিমানই গন্তব্যে অবতরণ করতে না পেরে অন্যত্র গিয়েছে। এমনই পরিস্থিতিতে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে টারম্যাকে বসেই বিমানযাত্রীদের খাওয়াদাওয়া করতে দেখা গিয়েছিল। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই উঠেছিল বিতর্কের ঝড়। এই নিয়ে এবার মুখ খুললেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মেনে নিলেন, এই ঘটনা লজ্জাজনক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, 'রবিবার ইন্ডিগো যাত্রীরা যেভাবে টারম্যাকে বসে খাবার খাচ্ছিলেন, সেই ঘটনাটি খুবই লজ্জাজনক এবং তা মেনে নিতে আমার আপত্তি নেই।' মন্ত্রী বলেন, 'কয়েকদিন ধরেই শূন্য দৃশ্যমানতার জেরে সমস্যায় পড়তে হচ্ছিল। বিমানের অবতরণ এবং টেক-অফ অসম্ভব না হলেও তা খুবই কঠিন হয়ে পড়েছিল। এই পরিস্থিতির জেরে এমন একটি ঘটনা ঘটে যেখানে একটি বিমান গন্তব্যে না যেতে পেরে অন্য বিমানবন্দরের আসে এবং তারপরে পার্কিং স্ট্যান্ডে চলে যায়। এরপরে যা ঘটে, তা আমি কল্পনাও করতে পারি না। যে ঘটনা ঘটছে তা জানার কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করা হয়। তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এটা সত্যি যে যাত্রীরা অসুবিধায় পড়েছিলেন। তাঁদের টারম্যাকে বসে খেতে হয়েছিল। তবে এর জেরে নিরাপত্তার সাথেও আপস করা হয়েছিল। তা অগ্রহণযোগ্য। তাই ঘটনার ৩-৪ ঘণ্টার মধ্যে নোটিশ জারি করা হয়েছিল এবং নোটিশ জারির ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় জরি𒉰মানা আদায় করা হয়েছে।'
উল্লেখ্য, সদ্য এক ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, দিল্লিগামী বিমানের যাত্রীরা মুম্বই বিমানবন্দরের টারম্যাকে বসে খাওয়া দাওয়া করছেন। এরপরই ঘটনার জন্য ইন্ডিগো ও মম্বই বিমানবন্দরকে নোটিস পাঠায় কেন্দ্র। সেই ঘটনায় দুই তরফের জবাবে অসন্তুষ্ট কেন্দ্র। পরে ইন্ডিগো ও মুম্বই বিমানবন্দরকে জরিমানা করে সরকা♏র। টারম্যাকে বসে যাত্রীদের খাবার খাওয়ার ঘটনায় কেন্༺দ্রের তরফে ইন্ডিগোকে ১ কোটি ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মুম্বই বিমানবন্দরকে ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকার বলে, যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে কোনও পক্ষই সঠিক পদক্ষেপ করেনি। পাশাপাশি এই ঘটনায় বিমানযাত্রীদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত রাখা হয় বলে জানায় কেন্দ্র।