এদিন জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, দীপাবলি পর্যন্ত দেশের প্রায় ৮০ কোটি গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার বর্ধিত কর্মসুচিতে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে বলে জানান মোদী। পাশাপাশি টিকাকরণ নীতি বদল এনে মোদী ঘোষণা করেন, সকল প্রাপ্তবয়স্ক দেশবাসীকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র। আর এই ঘোষণার পরই মোদীর প্রশংসায় পঞ্চমুখ জেপি নড্ডা এবং অমিত শা💧হ।
এদিন বাংলা সহ একাধিক আঞ্চলিক ভাষায় টুইট করেন জেপি নড্ডা। টুইট বার্তায় বিজেপির সর্বভারতীয় সভাপতি লেখেন, 'দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী মোদীজীকে হৃদয় থেকে ধন্🔥যবাদ জানাই। করোনার বিরুদ্ধে লড়াইয়ে মোদী সরকার সমস্ত দেশবাসীর পাশে আছে। গরিব মানুষও যাতে ভ্যাকসিন পায় এটাই আমাদের সংকল্প।'
নড্ডা আরও লেখেন, 'দেশ যখনই কোনো বিপদের সম্মুখ♌ীন হয়েছে তখনই বারংবার মোদীজিকে দেখা গেছে সামনে দাঁড়িয়ে সেই বিপদের মোকাবিলা করতে। তার নেতৃত্বে দেশ সফল ভাবে ভ্যাক্সিনেশনের পথে এগোচ্ছে এবং আরো সক্ষম হচ্ছে। যারা প্রতিনিয়ত অজুহাত বানাচ্ছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের উচিত ইতিবাচক অবদান রাখা।'
এরপর বিনামূল্য রেশন প্রসঙ্গে নড্ডা লেখেন, 'সংকটের এই সময়েও কোনো মানুষ যাতে অভুক্ত না ঘুমান, তা🌌ই মোদীজী প্রধানমন্ত্র♏ী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিযেছেন। এর ফলে ৮০ কোটি মানুষ দীপাবলি পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন। আমাদের লক্ষ্য প্রত্যেক ব্যক্তির অন্ন এবং ভ্যাক্সিনেশন সুনিশ্চিত করা।'
এদিকে নড্ডার সুরেই অমিত শাহ মোদীর প্রশংসা করে টুইট বার্তায় লেখেন, 'মহামারীর এই কঠি💟ন সময়ে মোদী সরকার দেশের সঙ্গে শক্ত হয়ে দাঁড়🅰িয়ে রয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী মোদীকে আমি ধন্যবাদ জানাই। এই যোজনার ফলে দেশের ৮০ কোটি মানুষ দীপাবলি পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন।' পাশাপাশি টিকারণ নীতি বদল নিয়েও মোদীর প্রশংসা করেন শাহ।