ꦇ ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের জো বাইডেন 'আবর্জনা' বলে উল্লেখ করায় বেজায় ফাঁপড়ে পড়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।
🔯বাইডেনের মন্তব্যের প্রসঙ্গ উঠতেই সেই মন্তব্যের বিরোধিতা ও প্রতিবাদ করতে দেরি করেননি হ্যারিস। তাঁর সাাফ কথা, 'আমি এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।'
𒅌ওয়াকিবহাল মহলের হিসাব বলছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কে বাজিমাত করবেন, তার অনেকটাই নির্ভর করছে, নর্থ ক্যারোলিনা এবং পেনসিলভেনিয়ার মানুষের মতামতের উপর।
🔯একথা হ্যারিসও বিলক্ষণ জানেন। তাই, বুধবার প্রথমে নর্থ ক্যারোলিনা এবং তারপর পেনসিলভেনিয়ায় জমজমাট প্রচার সারেন তিনি।
🦄অন্যদিকে, একই দিনে কমলা হ্যারিসের প্রতিদ্বন্দ্বী তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও বুধবার নর্থ ক্যারোলিনায় ছিলেন। তবে, হ্যারিসের নির্বাচনী জনসভা ছিল ব়্যালে শহরে। আর ট্রাম্প ব্যস্ত ছিলেন সেখান থেকে সড়ক পথে প্রায় এক ঘণ্টার দূরত্বে অবস্থিত রকি মাউন্টের শহরে।
൲বুধবারের এই নির্বাচনী কর্মসূচিতে বেরিয়ে কমলা হ্যারিসকে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়। যার নেপথ্যে ছিল জো বাইডেনের 'আবর্জনা' মন্তব্য।
🌱উল্লেখ্য, এই বিতর্কের সূচনা হয়েছিল ট্রাম্পের একটি নির্বাচনী বক্তৃতায়। যেখানে তিনি পুয়ের্তো রিকোকে 'আবর্জনার ভাসমান দ্বীপ' বলে কটাক্ষ করেন।
♈ওয়াকিবহাল মহলের ব্যাখ্য়া, আমেরিকায় বসবাসকারী অভিবাসীদের একটা বড় অংশ ট্রাম্পকে পছন্দ করেন না। সেটা বুঝেই ট্রাম্প ওই মন্তব্য করেছেন। কারণ, ট্রাম্পবিরোধী অভিবাসীদের মধ্যে ল্যাটিন আমেরিকার মানুষজনও আছেন।
𝕴ল্যাটিন বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের এহেন অপমানের জবাব দিতে আসরে নামেন জো বাইডেন। কিন্তু, তিনি পালটা ট্রাম্প সমর্থকদেরই 'আবর্জনা' বলে বসেন। যার পর থেকে তাঁর এই মন্তব্য ঘিরে একের পর বিতর্ক চলছে।
꧃খুব স্বাভাবিকভাবেই বাইডেনের এই মন্তব্যে বেকায়দায় পড়েছেন কমলা হ্য়ারিস। বুধবার এই ইস্যুতে প্রশ্ন ওঠামাত্র তিনি বুঝিয়ে দেন, বাইডেনের মন্তব্যের দায় তাঁর নয় এবং তিনি ওই মন্তব্য সমর্থন করেন না। বরং, তিনি সর্বদাই এমন মন্তব্যের প্রতিবাদ করেন।
ꦿএই প্রসঙ্গে হ্যারিসকে বলতে শোনা যায়, 'আমি একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই। কে কাকে ভোট দেবেন, তাঁর ভিত্তিতে সেই ব্যক্তির সমালোচনা করা হলে আমি তার তীব্র প্রতিবাদ করব।'
ꦍপ্রসঙ্গত, ইতিমধ্যেই বাইডেনের এই মন্তব্য নিয়ে সাফাই দিয়েছে হোয়াইট হাউস। তাদের বক্তব্য, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের ভুল ব্যাখ্য়া করা হচ্ছে।
🅺উলটো দিকে, হোয়াই হাউসের বিরুদ্ধে বাইডেনের 'আবর্জনা' মন্তব্য বিকৃত করার এবং তার অর্থ পাল্টে দেওয়ার অভিযোগ তুলেছে রিপাবলিকানরা। আমজনতার তরফেও একই অভিযোগ করা হয়েছে।