সিএএ ও এনআরসি-এর বিরুদ্ধে প্রতিবাদের জেরে পুলিশি হেনস্থার জন্য তাঁর কাছে 𒐪ক্ষমা চায়নি কর্নাটক সরকার। এর জেরে সাম্প্রতিক সরকারি বিবৃতির সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।
গত ১৯ ডিসেম্বর বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও এনআরসি-এর বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানানোয় ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে গ্রেফতার করে পুলিশ। ক্যামেরার সামনেই তাঁকে হিঁচড়ে নিয়ে গিয়ে অন্যান্য প্রতিবাদীদের সঙ্গে একটি বাসে পুরে দেওয়া হয়।💙 পরে তাℱঁদের থানায় নিয়ে গিয়ে জেরা করার পরে ছেড়ে দেওয়া হয়।
ম🥀ুক্তি পাওয়ার পরে রামচন্দ্র জানিয়েছিলেন, পুলিশ হেফাজতে অন্য বন্দিদের সঙ্গে তাঁর সঙ্গেও মানবিক আচরণ করেন পুলিশকর্মীরা। তাঁদের খাবার ও পানীয় জল দেওয়া হয় বলে তিনি জানান।
আরও পড়ুন: CAA-এর বিরুদ্ধে প্রতিবাদের কারণে আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ
কিছু দিন আগে কর্নাটকꦓ সরকারের তরফে ওই ঘটনায় প্রবীণ ইতিহাসবিদের কাছে💎 ক্ষমা চাওয়া হয়েছে বলে দাবি করা হয়। সেই বিবৃতি আদৌ সত্য নয় বলে পালটা দাবি করেছেন রামচন্দ্র গুহ।
টুইটারে তিনি পোস্ট করেছেন, ‘বিধানসভায় কর্নাটক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, গত ১৯ ডিসেম্বর বেঙ্গালুরুতে পুলিশের অভব্য আচরণ﷽ের জন্য তিনি ফোনে আমার কাছে ক্ষমা চেয়েছেন। এটা মিথ্যা কথা। আমি এমন কোনও ফোন অথবা ক্ষমা প্রার্থনা চাওয়া অনুরোধ শুনিনি।’