পুলওয়ামাতে সঞ্জয় শর্মা নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি স্থানীয় বাজারে যাচ্ছিলেন। সেই সময় তাকে নিশানা করে জঙ্গিরা গুলি চালায়। পিডিপি চিফ মেহবুবা মুফতি সোমবার ওই কাশ্মিরী পন্ডিতের পরিবারের সঙ্গে দেখা করেন। তাকেও গুলি করে෴ খুন করেছে সন্ত্রাসবাদীরা। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেফটেনান্ট গভর্নর মনোজ সিনহার কাছে আবেদন জানিয়েছেন, মৃতের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া হোক। পাশাপাশি তিনি মুসলিম সমাজকেও অনুরোধ করেছেন যাতে তারা ওই♒ পরিবারের পাশে থাকে।
মেহবুবা মুফতি টুইট করে জানিয়েছেন, ঘৃণা ছড়ানোর জন্য় ফিল্মꦆ তৈরি না করে কাশ্মীরে সংখ্য়ালঘুদের পাশে দাঁড়াক সরকার। ওই মৃতের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার 🍰জন্য রাজ্যপালের কাছে অনুরোধ করছি। মুসলিম সমাজের কাছে অনুরোধ যতটা সম্ভব ওই পরিবারের পাশে থাকুন।
এদিকে সঞ্জয় শর্মা নামে ওই ব্য়ক্তিকে গুলি করে সম্প্রতি খ𒁃ুন করেছে জঙ্গিরা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার মৃত্য়ু হয়েছিল। এবার ওই কাশ্মিরী পন্ডিতের বাড়িতে গেলেন মেহেবুবা মুফতি। কাশ্মিরী পন্ডিত সংঘর্ষ সমিতি, পন্ডিতদের এই সংগঠন এই হত্যাকাণ্ডের নিন্দা করেছে। তাদের দাবি, শর্মা বাইরে থেকে আসেননি। তবু তাকে এভাবে নৃশংসভাবে খু🌳ন করা হল। কেপিএসএসের তরফে একটা টুইট করা হয়েছে।
সেখানে লেখা হয়েছে, জমম্ু ও কাশ্মীরের লেফটেনান্ট গভর্নর মনোজ সিনহার প্রতি ধিক্কার। আরও একজন নন মাইগ্রান্ট কাশ্মিরী পন্ডিতকে হত্য়া করা হল। তিনি একটি এটিএমের পাহারജাদারের কাজ করতেন। বাড়ির কাছেই তিনি কাজ করতেন। তাঁর দুই সন্তান ও স্ত্রী রয়েছেন।
ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সাউথ কাশ্মীর রেঞ্জ রইস ভাট জানিয়েছেন, এটা একটি পরিকল্পিত হানা। এরপরই গ্রামে সশস্ত্র বাহিনীর 💫পাহারা বসানো ꧒হয়েছে।
তিনি জানিয়েছেন, আমাদের এখানে পর্যাপ্ত পাহারার ব্যবস্থা করা হয়েছে। কোন পরিস্থিতিতে এভাবে আক্রমণ করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ꦏছে। তদন্ত চলছে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, যে সমস্ত তথ্য মিলেছে তা খতিয়ে দেখা হয়েছে। কোন ধরনের জঙ্গিরা এই ঘটনার পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এভাবে কোনও ঘৃন্য চক্রান্তের সুযোগ যাতে জঙ্গিরা করতে না পারে তার জন্য় আমরা সচেষ্ট রয়েছি।
সূত্রের খবর, গুলিতে একেবারে ঝাঁঝরা করে দেওয়া 🌜𝔉হয়েছিল ওই কাশ্মিরী পন্ডিতকে। এই ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় ওঠে। এবার মেহেবুবা মুফতি এনিয়ে সরব হলেন।