বাংলা নিউজ > ঘরে বাইরে > Kerala battles Covid-19: স্বাস্থ্য খাতে বিশেষ ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর
করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা করার জন🌊্য ২০,০০০ কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করল কেরালা সরক🥀ার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
ভারতে Covid-19 আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয়🧔 স্থানে রয়♋েছে কেরালা। এখনও পর্যন্ত রাজ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন ২৮ জন।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীꦓ বলেন, ‘এপ্রিল ও মে মাসে গ্রামীণ উন্নয়ন গ্যারান্টি প্রকল্পে ওই টাকা বণ্টন করা হবে। ম﷽ার্চ মাসে সামাজিক নিরাপত্তা ভাতা দেওয়া হবে।’
বিজয়ন বলেন, ‘একসঙ্গে দুই মাসের পেনশন জমা পড়বে এবং এই খাতে মোট ১,৩২০ কোটি টাকা বরাদ🐻্দ হয়েছে। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রত্যেক পরিবার, যাঁরা সামাজিক নিরাপত্তা প্রকল্পের✅ অধীনে পড়েন না, তাঁদের পরিবারপিছু ১,০০০ টাকা দেওয়া হবে।’
এ ছা𓄧ড়াও ৫০০ কোটি টাকার স্বাস্থ্য 🅷প্যাকেজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
পরবর্তী খবর