রমেশ বাবু
বৃহস্পতিবার গভীর রাতে কেরলের𒈔 রাজধানীতে অবস্থিত একেজি কেন্দ্রে ক্ষমতাসীন সিপিআই(এম) সদর দফতরে একটি বোমা ছোড়া হয়। এই ঘটনার পরেই কেরলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার উত্তর কেরলের ওয়ায়ানাদে তাঁর নির্বাচনী এলাকায় আসছেন। সেই সফর ঘিরে𝔍ও পুলিশি তৎপরতা তুঙ্গে।
এদিকে তিরুবনন্তপুরমের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ বলে যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাত সাড়ে ১১টার নাগাদ এক ব্যক্তি একটি বাইকে করে এসে বোমা ছোড়ে। এরপর তাড়াহুড়ো করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। দেখা যায়, সিপিআই(এম)-এর প্রধান কার্যালয়ের ভবনের গেটে বোমাটি ছুড়ে মারা হয়। পুলিশ জানায়, ভবনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি তবে দেশি বোমার ✤তীব্রতা বেশ ছিল।
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য পি কে শ্রীমতি ঘটনা প্রসঙ্গে বলেন, ‘আমি একেজি সেন্টারের তৃতীয় তলায় ছিলাম। রাত সাড়ে ১১টার দিকে একটা ভয়ানক শব্দ শুনতে পেলাম এবং গেট থেকে ধোঁয়া বের হতে দেখলাম। আমি সত্যিই হতবাক হয়ে যাই। সব গণতান্ত্রিক শক্তির উচিত এমন বিপজ্জনক 🎉হামলার নিন্দা করা।’ দলের সেক্রেটারি কোডিয়েরি বালাকৃষ্ণানের অভিযোগ, এই হামলার পিছনে কংগ্রেস আছে। কিন্তু কং▨গ্রেস এখনও এই হামলা প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেয়নি। কংগ্রেস বর্তমানে রাহুল গান্ধীর দুই দিনের সফর নিয়ে ব্যস্ত।
তিরুবনন্তপুরম পুলিশ কমিশনার স্পারজন কুমার, ‘🎶আমরা একটি বিশেষ তদন꧙্ত দল গঠন করেছি এবং তদন্ত শুরু করেছি। আমরা সমস্ত পার্টি অফিসে নিরাপত্তাও বাড়িয়ে দিয়েছি।’ এদিকে বিক্ষুব্ধ সিপিআই(এম) কর্মীরা অনেক জায়গায় প্রতিবাদ সমাবেশ করেছে এবং কোট্টায়াম এবং কোঝিকোড়ে কংগ্রেসের জেলা কমিটির অফিসে পাথর ছুড়েছে।