বাম শাসিত কেরল। এবার সেখানে বিস্ফোরক অভিযোগ তুললেন সেই রাজ্য়ের মুখ্য়মন্ত্রী পিনারাই ব🌄িজয়ন। সোমবার কেরলের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কেরলের সামাজিক ও সাংস্কৃতিক প্রাপ্তিকে নীচে নামানোর জন্য় জাতীয় স্তরে সংগঠিতভাবে চেষ্টা করা হচ্ছে। কেরল যেন একটা বিশেষ সম্প্রদায়ের হাতে রয়েছে এরকম একটা বক্তব্যকে সামনে আনার চেষ্𓄧টা করা হচ্ছে। এমনকী, সিনেমার মাধ্যমেও এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। সম্প্রতি একটি বিস্ফোরণের পর এটা আরও বেশি করে এসব করা হচ্ছে। এনিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেরলের মুখ্য়মন্ত্রী।
কেরলে রেনেꦰসাঁ প্রটেকশন ফোরামের রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। বিজয়নের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিনেমা তৈরি করা হচ্ছে।
বিজয়ন জানিয়েছেন,🗹 কেরল প্রগতিশীল আন্দোলনের জন্য় বার বারই নজর কেড়েছে। কিন্তু জাতীয় স্তর থেকে একটা চেষ্টা করা হচ্ছে যে তেমন কিছু এখানে হয়নি♍।
সম্প্রতি কালামাসেরি বোমা ব🐲িস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। মুখ্য়মন্ত্রীর দাবি তারপর থেকে রাজ্য়ে সাম্প্রতিক বিভাজনের আরও চেষ্টা করা꧅ হচ্ছে। এটা ওই বিস্ফোরণের ঘটনার পরে আরও সামনে এসেছে।
তাঁর মতে, ওই ঘটনার পরে গোটা ঘটনার একটা সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সমাজের মধ্য়ে 🃏একটা বিভাজন আনার চেষ্টা করা হচ্ছে। সাম্প্রদায়িক সেন্টিমেন্টকে ছড়ানো হচ্ছে। কিন্তু কেরল বার বার এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এমনকী কেরল নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সিনেমা বানানো হচ্ছে।
মুখ্যমন্ত্রী বিজয়ন জানিয়েছে, জাতীয়স্তরে একটা সংগঠিত চেষ্টা করা হয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। কেরলকে কালিমালিপ্ত করার জন্য় নানা ধর𒐪নের অপপ্রচার করা হচ্ছে।
তিনি জানিয়েছেন, কেরলের আসল ইতিহাসকে চাপা দিয়ে একটা মিথ্য়ে ইতিহাসকে সামনে আ🎃না হচ্ছে। এমনটা যেন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে𝐆 এই দেশ একটি বিশেষ গ্রুপের হাতে রয়েছে।
মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, একটা প্রগতিশীল সไমাজে এই ধরনের ঘটনা হতে পারে না।