অমৃতপাল সিংয়ের সমর্থনে রবিবার লন্ডনে ভারতীয় হাইকমিশনে 'হামলা' চালিয়েছিল খালিস্তানপন্থী বেশ কয়েকজন। ভারতীয় হাইকমিশনের সামনে থেকে ভারতীয় পতাকা টেনে নামানোর চেষ্টা করে এক খালিস্থানপন্থী বিক্ষোভকারী। এর জবাবে ভারতীয় হাইকমিশন এক বিশাল তেরঙ্গা টাঙিয়ে দিল হাইকমিশনের সামনে। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, এক খালিস্তানি ভারতীয় হাইকমিশনের বারান্দায় উঠে ভারতীয় পতাকা নামানোর চেষ্টা করছে। সেই সময় ভারতীয় হাইকমিশনের এক কর্মী এসে সেই তেরঙ্গা তার হাত থেকে ছিনিয়ে নেয়। পরে সেই বিক্ষোভকারীর হাতে থাকা খালিস্তানি পতাকা ছুঁড়ে ফেলে দেন তিনি। এদিকে ঘটনার পর বিশাল বড় এক তেরঙ্গা টাঙানো হয়েছে হাইকমিশনের সামনে। (আরও পড়ুন: ডিএ আন্দোলনের মাঝেই এবার সরকারি কর্মীদের নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্༺রী মমতꩵার)
এদিকে ভাইরাল ভিডিয়োর প্রেক্ষিতে রবিবার গভীর রাতে ক্রিস্টিনাকে তলব করা হয় ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। উল্লেখ্য, ভারতে নিযুক্তি ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস♕ এই মুহূর্তে দিল্লিতে নেই। তাই ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয় এই ঘটনায়। জানা গিয়েছে, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের থেকে এই নিয়ে জবাবদিহি চাওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছ𒅌ে, কীভাবে ভারতীয় হাইকমিশনে খালিস্তানপন্থী বিক্ষোভকারীরা প্রবেশ করল? ভারত সরকারের তরফে আরও প্রশ্ন করা হয়েছে, লন্ডনের পুলিশ প্রশাসন এবং নিরাপত্তারক্ষীরা সেই সময় কোথায় ছিল? এদিকে ভারতী বিরোধী এবং বিচ্ছিনতাবাদীদের গতিবিধি রোধ করতে ব্রিটিশ সরকার কী পদক্ষেপ করছে, তাও জানতে চাওয়া হয়। এই আবহে 'ভিয়েনা কনভেনশনের অধীনে মৌলিক বাধ্যবাধকতা'র বিষয়ে ব্রিটিশ সরকারকে মনে করিয়ে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে। ঘটনার পর এক বিবৃতি প্রকাশ করে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, 'ব্রিটেনে ভারতীয় কূটনৈতিক প্রাঙ্গণ এবং কর্মীদের নিরাপত্তার বিষয়ে ব্রিটিশ সরকারের উদাসীনতাকে অগ্রহণযোগ্য মনে করছে ভারত সরকার।'
আরও পড়ুন: 'ISI এজেন🐽্ট' অমৃতপাল তৈরি করছিল নিজের খালিস্তানি সেনꦫা, মানব বোমা স্কোয়াড
বিবৃতিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, 'আমরা আশা করি, আজকের ঘটনার সাথে জড়িতদের প্রত্যেককে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতা🍃র করবে ব্রিটিশ সরকার। দোষীদের বিচারের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে। এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্যও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করছি আমরা।' এদিকে ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস রবিবার ঘ🌄টে যাওয়া লন্ডনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লেখেন, 'লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের প্রাঙ্গণে এবং কর্মীদের সঙ্গে আজ যে অসম্মানজনক আচরণ করা হয়েছে, তার তীব্র ভাষায় নিন্দা জানাই আমি। এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।'