নোভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে দক্ষিণ জার্মানির হোটেলে ২১ উপপত্নীকে নিয়ে স্বেচ্ছা নির্বাসনে গেলেন থাইল্যান্ডের রা♕জা মহাভাজিরালংকর্ণ, দশম রাম হিসেবে যাঁকে চেনেন দেশবাসী।
সাধারণত জার্মানিতেই বছরের বไেশিরভাগ সময় কাটান রাজা দশম রাম। সম্প্রতি তাঁর পার্শ্বচরের মধ্যে ১১৯ জনকে Covid-19 আক্রান্ত সন্দেহে থাইল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে। উপপত্নী-সহ দলের অন্যদের নিয়ে বাভারিয়ার গ্র্যান্ড হোটেল সনেনবিয়েখল-এ আপাতত কোয়ারেন্টাইন রয়েছেন রাজা।
তাঁর চ🎃তুর্থ স্ত্রী তথা থাইল্যান্ডের বর্তমান রানি সুতিদা-🐼ও এই হোটেলে বসবাস করছেন কি না, তা স্পষ্ট হয়নি। তবে বাভারিয়া প্রশাসনের সঙ্গে কথা বলে গোটা হোটেলই দখল করেছেন রাজা ও তাঁর অনুচরেরা।
জানা গিয়েছে, মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লা সু্লতান আহমদ শাহ ও রানি টুঙ্কু 🙈আজিজা আমিনা মৈমুনা ইস্কান্দারিয়া তাঁদের অনুচরদের মধ্যে সংক্রমণ দেখা দিলে নিজেদেরক কোয়ারেন্টাইনে রাখার পরেই স্বেচ্ছা নিভৃতবাসের সিদ্ধান্ত নেন থাই🍨ল্যান্ডের বছর সাতষট্টির নৃপতি।
মালয়েশিয়ার রাজ দম্পতির নমুনায় সংক্রমণের চিহ্ন পাওয়া না গেলেও তাঁরা নিজ সিদ্ধান্তে সেল্ফ কোয়ারেন🎉্টাইনে রয়েছেন। ইতিমধ্যে তাঁদের সংক্রামিত অনুচরদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে কী ভাবে রাজপ্রাসাদের করোনাভাইরাস আমদানি হল।
পাশাপাশি, সংক্রমণমুক্ত করার উদ্যোগ চালু হ🌊য়েছে মালয়েশিয়ার রাজপ্রাসাদে। এ♈ দিকে, মালয়েশিয়ায় ২,০০০ এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এ পর্যন্ত Covid-19 এ মৃতের সংখ্যা ২১।