মুম্বই বিমানবন্দরে দুর্ঘটনার মুখে ভিস্তারার কলকাতাগামী বিমান। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। জানা গিয়েছে, একটি ট্রাক বিমানে ধাক্কা মার⛦ে। এর জেরে বিমানের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়। এই সংঘর্ষের সময় বিমানে ছিলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে টার্মাকে। টেকঅফের জন্য তখন বিমাটি প্রায় প্রস্তুত। 🔯তবে এই সংঘর্ষে যাত্রীদের কেউ হতাহত হননি বলে জানিয়েছে সংস্থা। সবাই নিরাপদেই ছিলেন। এর জেরে মুম্বই বিমানবন্দর থেকে নির্দিষ্ট সময়ে আর ছাড়তে পারেনি কলকাতাগামী ভিস্তারা সংস্থার বিমানটি।
রিপোর্ট অনুযায়ী, টেকঅফের কিছুক্ষণ আগেই কলকাতাগামী ভিস্তারার বিমানটির সঙ্গে ধাক্কা লাগে একটি টো-ট্রাকের। এর জেরে বিমানের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়। এদিকে এই দুর্ঘটনার জেরে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন বিমানের যাত্রীরা। তা𓄧দের সুরক্ষার কথা মাথায় রেখে অবিলম্বে সবাইকেই বিমান থেকে নামিয়ে আনা হয়। পরে বিকဣল্প ব্যবস্থা করে যাত্রীদের কলকাতার উদ্দেশ উড়িয়ে আনা হয় মুম্বই থেকে। দুর্ঘটনার কবলে পড়া বিমানটি আর ব্যবহার করা হয়নি এই যাত্রার জন্য।
এই দুর্ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত বলে আশঙ্কা। যেভাবে ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা থেকে আগুনও লেগে যেতে পা🎃রত। তবে অল্পের জন্য বড়সড় কোনও দুর্ঘটনা আর ঘটেনি। কোনও অঘটন সেভাবে হয়নি। দুর্ঘটনা প্রসঙ্গে ভিস্তারার মুখপাত্র জানিয়েছেন, ইউকে ৭৭৫ বিমানটি টেকঅফের সময় একটি গ্রাউন্স সার্ভিস টো-ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সেই বিমানে ক্রু সহ মোট ১৪০ জন ছিলেন। এদিকে ধাক্কার জেরে বিমানের ইঞ্জিনের ক্ষতি হয়। এরপরেই বিমান থেকে সব যাত্রীকে নামিয়ে আনা হয় অবিলম্বে। সংস্থার তরফে বিকল্প ব্যবস্থা করা হয়। অন্য বিমানে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
এর আগে ২০২১ সালে মুম্বই থেকে আসা ভিস্তারার একটি বিমান কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছিল খারাব আবহাওয়ার জেরে। সেবার অবতরণের সময় বিমানটি অস্বাভাবিক ভাবে কেঁপে উঠেছিল। সেই সময় দুর্ঘটনা এড়াতে আপতকালীন ব্রেক প্রয়োগ করেছিলেন পাইলট। এর জেরে❀ ঝটকা দিয়ে বিমান দাঁড়িয়ে পড়েছিল রানওয়েতে। যার জেরে আহত হয়েছিলে বেশ কিছু যাত্রী। তাদের মধ্যে ৩ জনকে ভরতি রা হয়েছিল হাসপাতালে।