বাংলা নিউজ > ঘরে বাইরে > Lalu Prasad Yadav Questioned by CBI: রাবড়ির পর লালু, ‘রেলের চাকরির বদলে জমি’ কেলেঙ্কারি মামলায় RJD প্রধানকে জেরা CBI-এর
জমির বদলে রেলের চাকরি মামলায় গতকালই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সেখানে তাঁরা রাবড়ি দেবীকে জেরা করেন বলে জানা গিয়েছে। সেই ঘটনার একদিন পর, আজ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটি দল নয়াদিল্লিতে রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মিসা ভারতীর বাসভবনে পৌঁছে যান। সেখানে মিসা এবং তাঁর বাবা তথা দলের প্রধান লালু প্রসাদ যাদবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর আগে গতবছর মে ও অগস্ট মাসে লালু-পুত্র তথা বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের মালিকানাধীন গুরুগ্রামের একটি নির্মাণাধীন মল সহ দিল্লি, গুরুগ্রাম, পটনা, কাটিহার এবং মধুবনির সহ মোট ২৫টি স্থানে অভিযান চালিয়েছিল সিবিআই। (আরও পড়ুন: 'বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ', মনুস্মৃতি পুড়িয়ে তা থেকে সিগারেট ধরালেন আরজেডি ন💎েত্রী, দেখুন ভাইরাল ভিডিয়ো)