তাঁর সুর, তাঁর কণ্ঠস্বর পার করে গিয়েছে সীমান্তের কাঁটা তারের বেড়া। দেশ, কাল,সীমানার ভেদাভেদ ছাপিয়ে তিনি দ🔯ূর প্রান্তরের মানুষের মন জয় করে নিতে পেরেছেন। তিনি লতা মঙ্গেশকর। ভারতীয় সঙ্গীতের অন্যতম মহারথী তিনি। গঙ্গা-যমুনা-গোদাবরীর তীরে তাঁর ভক্ত সংখ্যা যতটা ,ততটাই তাঁর জনপ্রিয়তা রয়েছে সিন্ধুতীরেও। লতা মঙ্গেশকরের প্রয়াণে আজ তাই শোকস্তব্ধ পাকিস্তানও!
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরী এদিন লতা মঙ্গেশকরের প্রয়াণ বার্তা পেতেই পর পর টুইটে শোকজ্ঞাপন করেছেন। একটি টুইটে তিনি লেখেন, ' যে স্থানেই উর্দুতে কথা বলার প্রচলন আছে, বা বোঝা হয় (এই ভাষা) সেখানেই মানুষের ভিড় জমবে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে।' একই সঙ্গে ভারতের সু♎রসম্রাজ্ঞীকে স্মরণ করে ফাওয়াদ চৌধরী লেখেন, 'লতা মঙ্গেশকরের মৃত্যুতে শেষ হল এক যুগের। দশকের পর দশক ধরে তিনি সঙ্গীত জগতকে শাসন করেছেন আর তাঁর কণ্ঠের জাদু থেকে যাবে সারাজীবন।' টুইট বার্তায় পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধরী লেখেন, 'তিনি সঙ্গীত জগতের মুকু𝓡টহীন রানী ছিলেন। তাঁর কণ্ঠ আগামীদিনে মানুষের হৃদয়ে রাজত্ব করবে।'
উল্লেখ্য, পাকিস্তানের এই মন্ত্রী ফওয়াদ চৌধরী আপাতত বেজিংয়ে রয়েছেন পাকিস্তান ও চিনের এক গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরꦆে। জিনপিংয়ের দেশে তিনি ইমরানের প্রতিনিধি হয়ে গিয়েছেন। তবে তারই মাঝে লতা মঙ্গেশকরের প্রয়াণ যে তাঁকে কতটা শোকস্তবদ্ধ করেছে, তা প্রকাশিত হয়েছে ফাওয়াদ চৌধুরীর বার্তায়। উল্লেখ্য, কোভিড সম্পর্কিত কিছু জটিলতার⛦ জেরে ৯২ বছর বয়সে জীবনাবসান হয় ভারতের এই সুরের সরস্বতীর। তাঁর প্রয়াণে দু'দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যেয়ে মুম্বইতে শেষকৃত্য সম্পন্ন হবে এই সঙ্গীত-মহারথীর।