এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণের পরই সবার নজর ছিল এলআইসির উপর। আর এই আবহে আসন্ন অর্থবর্ষের বাজেট পেশের সময় বড় ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিলেন যে খুব শীঘ্রই বাজারে আসছে এলআইসি-র আইপিও ইস্যু করতে চলেছে সরকার। আজ বাজেট পেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানালেন, বিমা কোম্পানির আཧইপিও প্রক্রিয়া চলছে। সাধারণ মানুষ এর ফলে সুব🐬িধা অর্জন করবেন।
জানা গিয়েছে, বাজেট পেশের আগে গলকালই অর্থ মন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন নির্মলা সীতারমন। সেখানেই এলআইসির বিলগ্নীকরণ নিয়ে আল�🀅�োচনা করেন। বিশদে আলোচনা করা হয়, এলআইসির শেয়ার বাজারে ছাড়লে বাজারে তার কী প্রভাব পড়তে পারে। বর্তমানে এলআইসি-র ১০০ শতাংশ শেয়ার কেন্দ্রীয় সরকারের।
উল্লেখ্য, এলআইসির আইপিও ইস্যু করা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, চলতি অর্থবর্ষে ১.৭৫ লক্ষ টাকার বেসরকারি বিনিয়োগের লক্ষ্য রেখেছিল সরকার। তা পূর্ণ করতে 🐻পারেনি কেন্দ্র। এবার ‘ডিসইনভেস্টমেন্ট পাইপলাইন’-এর মাধ্যমে সরকারের পকেটে টাকা পুরতে এলআইসি আইপিও ꧋বড় ভূমিকা পালন করবে।
সরকারের বিনিয়োগ এবং পাবলিক অ্যাসেস ম্যানেজমেꦫন্ট ডিআইপিএএম-এর দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের মাধ্যমে ৯ হাজার ৩৩০ কোটি টাকা এবং ডিভিডেন্ডের ৩৫১১৬.৭২ কোটি টাকা ঘরে তুলেছে সরকার। এই আবহে বাজেট পেশের সময় আজ অর্থমন্ত্রী জানিয়ে দিলেন, আগামী দিনে কেন্দ্র পাবলিক সেক্টর এনটারপ্রাইজ বা পিএসইউ নিয়ে নতুন নীতি গ্রহণ করতে চলেছে। এর আগে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার বেসরকারিকরণ প্রক্রিয়া সম𝓰্পন্ন হয়েছে। টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া।