এবার কি মারাত্মক সমস্য়ায় পড়ে যাচ্ছে ভারতীয় জীবন বিমা নিগম? এলআইসির দ্বিতীয় কোয়ার্টারের লাভ কার্যত অর্ধেক হয়ে গিয়েছে বলে খবর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গি♒য়েছে, গত ৩০ সেপ্টেম্বর যে কোয়ার্টারটি শেষ হয়েছে তাতে দেখা যাচ্ছে এলআইসির লাভ হয়েছে ৭৯২৫ কোটি। আর একবছর আগেই সংস্থার ওই সময়কালে লাভ ছিল ১৫.৯৫২ কোটি টাকা।
চলতি🌼 অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারে কোম্পানির মোট আয় একেবারে ঝপাৎ করে পড়ে গিয়েছে। আয় কমে গিয়ে হয়েছে ১,০৭,৩৯৭ কোটি টাকা। এর আগে গত বছর 🔯একই সময়ে সংস্থার আয় ছিল ১,৩২,৬৩১.৭২ কোটি টাকা।
সব মিলিয়ে দেখা যাচ্ছে এলআইসির 🍬মোট আয় কমে গিয়েছে গত সেপ্টেম্বর কোয়ার্🎃টারে হয়েছে ২.০১,৫৮৭ কোটি হয়েছে। আর গত বছরে এই আয় ছিল ২,২২,২১৫ কোটি টাকা হয়েছিল।
রয়টার্সের রিপোর্ট বলছে, এর ফলে শেয়ার হোল্ডারদের পকেটেও কম💎 টাকা যাচ্ছে। আর নিট আয় প্রায় ১৮ শতাংশ কমে গিয়েছে বলে খবর।
কোম্পানির তরফে বলা হয়েছে, লাভ বৃদ্ধির জন্য কোম্পানি ৬২.৭৭ বিলিয়ন টাকা শেয়ারহোল্ডারদের ফান্ডে পাঠিয়েছে। ৩০ সেপ্ট꧋েম্বর যে কোয়ার্টারটা শেষ হল সেখানেই এটা করা হয়েছে।
সেক্ষেত্রে দেখা যাচ্ছে এলআইসি গত বছর যে টাকা ট্রান্সফার করেছিল তার দুগুণের 🔜বেশি এবার𒁃 ট্রান্সফার করেছে।
তবে জীবন বিমা নিগমের পক্ষ থেকে বলা হচ্ছে গত বারের দ্বিতীয় কোয়ার্টার আর এবারের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে তুলনা করাটওা ঠিক হবে না। কারণ এক্ষেত্রে একটা ট্রান্সফারের ব্যাপার থেকেই যাচ্ছে।
তবে বিভিন্ন মহলের প্রশ্🦄ন উঠছে বাস্তবে যদি জীবন বিমা নিগমে লাভের পরিমাণ কমতে থাকে তবে তা কতটা কাটিয়ে উঠতে পারবে সংস্থা, সেটাই দেখার।