শেয়ার বাজারে ঘুরে দাঁড়াচ্ছে LIC-র শেয়ার। করুণ আ♛ইপিও-র পর এবার যেন হঠাত্ই আশার আলো দেখতে পাচ্ছেন বিনিয়োগꦰকারীরা।
১৭ মে ২০২২-এ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এলআইসি। ই🤡স্যু মূল্যের থেকেও ৮% কমে লিস্টিং হয়েছিল। তারপরেও সেভাবে কোনও সুলক্ষণ দেখায়নি এই শেয়ার। তবে হঠাত্ই উর্ধ্বমুখী হয়েছে গ্রাফ। আর তাই নতুন করে ভাবছেন বিনিয়োগকারীরা। অনেকে আবার নতুন বিনিয়োগ করবেন কিনা, সেটাও ভাবছেন।
লিস্টিংয়ের দিন এটি ৮৭৫.২৫ টাকায় ไক্লোজ হয়(১৭ মে ২০২🅷২)।
এখন LIC শেয়ারের দাম
বুধবার, ৬ জুলাই ২০২২-এ LIC-র শেয়ার ৭০২.৯০ টাকায় ক্লোজ হয়েছে। গত পাঁচ দিনে এলআইসি-র শেয়ার ৩.০৬% বৃদ্ধি পেয়🍒েছে।
এক মাস আগের অবস্থা
গত ৬ জুন ২০২২-এ এই শেয়ারের দাম ছিল ৭৭৭.৩৫ টাকা।
সবচেয়ে কম কত হয়েছিল?
১৭🔯 জুন এলআইসি-র শেয়ার তা𒀰র সর্বকালের সর্বনিম্ন, ৬৫০ টাকায় নেমে গিয়েছিল।
এক নজরে দেখে নিন LIC-র শেয়ারের পারফরম্যান্স প্যাটার্ন:
LIC দেশের প্রাচীনতম এবং বৃহত্তম বিমা সংস্থা। কিন্তু তার বাজারে প্রবেশ যে এতটা ফ্লপ হবে, তা ভাবতে পারেননি কেউইඣ। যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাজার জুড়ে মন্দার পরিবেশ ছিল। ফলে কিছু🀅টা খারাপ লিস্টিং প্রত্যাশিত ছিলই।