বিজু জনতা দল থেকে বিজেপিতে যোগ দিয়ে সপ্তমবারের জন্যে সাংসদ নির্বাচিত হয়েছেন ভর্তৃহরি মহতাব। বৃহস্পতিবার কটকের এই সাংসদকেই লোকসভার প্রোটেম স্পিকার হিসাবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর তা নিয়েই চরমে বিতর্ক। বিরোধীদের দাবি, রীতি ভেঙে বিজেপি সাংসদকে প্রোটেম স্পিকার পদে নিযুক্ত করা হয়েছে। যদিও শাসকদল বিজেপি সেই দাবি মানতে নারাজ। এই সবের মাঝে এবার বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছেন, কংগ্রেসের সুরেশ কোদিকুন্নিল, ডিএমকে-র থাল্লিকোট্টাই রাজুথেভার বালু ও তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্য়ায় প্রোটেম স্পিকারের সহকারী হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবেন না। বিজেপির 'রীতি ভাঙার' প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা। (আরও পড়ুন: কেন, কীভাবে কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা? দুর্ঘটনা ꧃নিয়ে মুখ খুললেন মালগাড়ির সহকারী চালক)
আরও পড়ুন: NEET ঘিরে বিতর্ক, বাতিল UGC NET, আর CSI𒊎R NET-এর পর এবার স্থগিত আরও এক পরীক্ষা
বিরোধীদের দাবি, রীতি অনুযায়ী, সংসদের সবচয়ে বর্ষীয়ান সাংসদকে প্রোটেম স্পিকরার করা হয়ে থাকে। এই আবহে এবারের লোকসভায় সবচেয়ে বর্ষীয়ান সাংসদ কংগ্রেসের সুরেশ। তিনি এই নিয়ে অষ্টমবার জিতেছেন লোকসভা ভোটে। তবে প্রোটেম স্পিকার হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ করেছেন বিজেপির ভর্তৃহরি মহতাবকে। তিনি সপ্তমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন। এই আবহে বিরোধীদের অভিযোগ, বিজেপি ইচ্ছে মতো সংসদীয় রীতি ভঙ্গ করছে। যদিও আইনমন্ত্রীর পালটা যুক্তি, কোনও রীতি ভঙ্গ করা হয়নি। ভর্তৃহরি মহতাব ১৯৯৮ সাল থেকে টানা সাংসদ থেকেছেন। আর সুরেশ আটবারের সাংসদ হলেও ১৯৯৮ এবং ২০০৪ সালে তিনি লোকসভার সদস্য ছিলেন না। এই আবহে ভর্তৃহরি মহতাব টানা সাংসদ থেকেছেন। সেই কারণেই তাঁকে প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ করা হয়েছে। (আরও পড়ুন: সরকারি কর্মীদের ৩০০ কোটি 'হাওয়া' করল 💝সরকার, অবশেষে বে🔯তন নিয়ে বড় সিদ্ধান্ত CM-এর)
আরও পড়ুন: ৪ দফার বকেয়া ডিএ মেটানোর দাবি কর্🔥মীদের, অপরদিকে বেতন বাড়াতে কমিশন গঠন রাজ্যের
রাষ্ট্রপতি মুর্মু সংবিধানের ৯৫(১) ধারা অনুযায়ী মাহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে নিযুক্ত করেন। স্পিকার নির্বাচনের আগ পর্যন্ত তিনি লোকসভার সভাপতির দায়িত্ব পালন করবেন। ১৮তম লোকসভার নতুন নির্বাচিত সদস্যরা প্রোটেম স্পিকারের সামনে শপথ গ্রহণ করবেন। তাঁকে সহায়তা করার কথা চেয়ারপার্সনদের একটি প্যানেলের𓂃। সেই প্যানেলেই নাম আছে তিন বিরোধী সাংসদের। তবে তাঁরা নিজেদের দায়িত্ব পালন করবেন না বলে জানা যাচ্ছে। এদিকে ১৮তম লোকসভার প্রথম অধিবেশন ২৪ জুন শুরু হবে। নতুন নির্বাচিত সদস্যরা ২৪-২৫ জুন শপথ গ্রহণ করবেন। স্পিকার নির্বাচন ২৬ জুন অনুষ্ঠিত হবে।